দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর প্রতিনিধি
Thumbnail image
আবু ইবনে রজ্জব। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। আজ বৃহস্পতিবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে এই মামলা করেন।

কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

দুদক দিনাজপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মেসার্স রূপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইমাম আবু জাফর রজ্জব দিনাজপুর কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে ৪৯ লাখ ১৮ হাজার ৭০৬ টাকার সম্পদ গোপন করেছেন। এ ছাড়া জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯৮৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে আবু ইবনে রজ্জবের সংগৃহীত রেকর্ডপত্র এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনায় এসব অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মামলা করা হয়।

এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল করে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়ায় আইন মোতাবেক মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত