লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রায় ৮ বছর পর লক্ষ্মীপুরে জব্দকৃত সাড়ে চার কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথর প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা দায়রা জজ আদালতের হল রুমে আনুষ্ঠানিকভাবে কষ্টি পাথর হস্তান্তর করেন সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন। পাথরটি গ্রহণ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের গবেষণা সহকারী মো. ওমর ফারুক।
এ অনুষ্ঠানে জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকেরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হরিসভা ব্রিজ এলাকা থেকে গভীররাতে কৃষ্টি পাথরসহ সুমন মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে কৃষ্টি পাথরটি জব্দ করা হয়। ওই বছরের ২ জুলাই পুরাকীর্তি আইন-১৯৬৮ এর ২৩ ধারায় ইব্রাহিম মজুমদার, আবদুস সাত্তার নামের আরও দুজনসহ সুমন মজুমদারকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে ২০২১ সালের ৩০ জানুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ২১ মে প্রায় সাড়ে ৭ বছর পর তিন আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচার মোহাম্মদ শাহীন উদ্দিন। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও অতিরিক্ত ১০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলা নিষ্পত্তি শেষে জব্দকৃত কষ্টি পাথরটি প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের গবেষণা সহকারী মো. ওমর ফারুক বলেন, সাড়ে চার কোটি টাকার মূল্যের কষ্টি পাথরটি গ্রহণ করা হয়েছে। প্রায় সাড়ে চার কেজি ওজনের ও প্রায় ১০ ইঞ্চি লম্বা কষ্টি পাথরটি প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হবে।
প্রায় ৮ বছর পর লক্ষ্মীপুরে জব্দকৃত সাড়ে চার কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথর প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা দায়রা জজ আদালতের হল রুমে আনুষ্ঠানিকভাবে কষ্টি পাথর হস্তান্তর করেন সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন। পাথরটি গ্রহণ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের গবেষণা সহকারী মো. ওমর ফারুক।
এ অনুষ্ঠানে জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকেরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হরিসভা ব্রিজ এলাকা থেকে গভীররাতে কৃষ্টি পাথরসহ সুমন মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে কৃষ্টি পাথরটি জব্দ করা হয়। ওই বছরের ২ জুলাই পুরাকীর্তি আইন-১৯৬৮ এর ২৩ ধারায় ইব্রাহিম মজুমদার, আবদুস সাত্তার নামের আরও দুজনসহ সুমন মজুমদারকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে ২০২১ সালের ৩০ জানুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ২১ মে প্রায় সাড়ে ৭ বছর পর তিন আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচার মোহাম্মদ শাহীন উদ্দিন। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও অতিরিক্ত ১০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলা নিষ্পত্তি শেষে জব্দকৃত কষ্টি পাথরটি প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের গবেষণা সহকারী মো. ওমর ফারুক বলেন, সাড়ে চার কোটি টাকার মূল্যের কষ্টি পাথরটি গ্রহণ করা হয়েছে। প্রায় সাড়ে চার কেজি ওজনের ও প্রায় ১০ ইঞ্চি লম্বা কষ্টি পাথরটি প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হবে।
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে ছাত্রলীগের নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তাঁর ভাই সত্যজিৎ পাণ্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগেলালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতবাড়িতে উঠে গেলে দাদি-নাতি চাপা পড়েন। দেড় ঘণ্টার চেষ্টায় তিন বছরের নাতিকে জীবন্ত উদ্ধার করা গেলেও দাদি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তিন দফা দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
২ ঘণ্টা আগেতরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, ওষুধ, গুঁড়া দুধসহ শতাধিক পণ্য ও সেবার ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ সোমবার দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
৩ ঘণ্টা আগে