পণ্যবাহী ট্রাক উল্টে বাড়িতে, ঘুমন্ত দাদি নিহত, বাঁচল নাতি

লালমনিরহাট ও পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
Thumbnail image
হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে দাদি-নাতিকে চাপা দেয়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতবাড়িতে উঠে গেলে দাদি-নাতি চাপা পড়ে। দেড় ঘণ্টার চেষ্টায় তিন বছরের নাতিকে জীবন্ত উদ্ধার করা গেলেও দাদি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী মহাসড়কের পাশে হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় একটি ছাপরাঘরে মা নুরি বেগম ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে রেখে স্ত্রীসহ কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান সাগর হোসেন।

প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে দাদি-নাতি ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে ওই বাড়িতে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যান দাদি-নাতি।

খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে তিন বছরের নাতি আব্দুল্লাহকে জীবন্ত উদ্ধার করে। তবে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে দাদি নুরি বেগমকে বাঁচাতে পারেননি উদ্ধারকর্মীরা। পরে তাঁর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত বলেন, নাতিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার দাদি নুরি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।

হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে দাদি-নাতিকে চাপা দেয়। ছবি: আজকের পত্রিকা
হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে দাদি-নাতিকে চাপা দেয়। ছবি: আজকের পত্রিকা

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন-নবী বলেন, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত