নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সরকার ঘোষিত লকডাউন। লকডাউনে যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজ বুধবার দুপুরে লঞ্চ চলাচলের অনুমতির চেয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
এর আগে নৌযান শ্রমিকরা মতিঝিলে বিআইডব্লিউটিএ'র অফিসের সামনে বিক্ষোভ করেন। শ্রমিকরা বলেন, গত একমাসের লকডাউনে যাত্রীবাহী নৌযানে কর্মরত হাজার হাজার নৌ–শ্রমিক এবং নদী বন্দরগুলোর হাজার হাজার ঘাট শ্রমিকরা চরম দুরবস্থায় আছে। এসময় তাঁরা স্বাস্থ্য সুরক্ষা মেনে স্বল্প ভাড়ায় নৌযান চলাচলের অনুমতি দাবি করেন।
নৌ–শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, লকডাউন ঘোষণার পর থেকে শ্রমিকদের জন্য সরকার ও নৌযান মালিকদের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয়নি। অনেক নৌযান মালিক মার্চ মাসের বেতনও এখন পর্যন্ত দেয়নি।
শ্রমিকদের দাবির বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম ভুঁইয়া বলেন, বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। দেশের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে কোনরূপ বিধিনিষেধ নেই। সেজন্য শ্রমিকদের কথা বিবেচনা করে ঈদের আগে নৌযান চালু করার দাবি জানান তিনি। পাশাপাশি আগামী ১০ তারিখের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য নৌযান মালিকদেরও তিনি অনুরোধ জানান।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল। এই নির্দেশনা অব্যাহত থাকবে ১৬ মে পর্যন্ত। তবে লকডাউনে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সরকার ঘোষিত লকডাউন। লকডাউনে যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজ বুধবার দুপুরে লঞ্চ চলাচলের অনুমতির চেয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
এর আগে নৌযান শ্রমিকরা মতিঝিলে বিআইডব্লিউটিএ'র অফিসের সামনে বিক্ষোভ করেন। শ্রমিকরা বলেন, গত একমাসের লকডাউনে যাত্রীবাহী নৌযানে কর্মরত হাজার হাজার নৌ–শ্রমিক এবং নদী বন্দরগুলোর হাজার হাজার ঘাট শ্রমিকরা চরম দুরবস্থায় আছে। এসময় তাঁরা স্বাস্থ্য সুরক্ষা মেনে স্বল্প ভাড়ায় নৌযান চলাচলের অনুমতি দাবি করেন।
নৌ–শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, লকডাউন ঘোষণার পর থেকে শ্রমিকদের জন্য সরকার ও নৌযান মালিকদের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয়নি। অনেক নৌযান মালিক মার্চ মাসের বেতনও এখন পর্যন্ত দেয়নি।
শ্রমিকদের দাবির বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম ভুঁইয়া বলেন, বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। দেশের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে কোনরূপ বিধিনিষেধ নেই। সেজন্য শ্রমিকদের কথা বিবেচনা করে ঈদের আগে নৌযান চালু করার দাবি জানান তিনি। পাশাপাশি আগামী ১০ তারিখের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য নৌযান মালিকদেরও তিনি অনুরোধ জানান।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল। এই নির্দেশনা অব্যাহত থাকবে ১৬ মে পর্যন্ত। তবে লকডাউনে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
৩ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
১০ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।
১৩ মিনিট আগে৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক ঘটনায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ জনকে আটক করেছে।
১৫ মিনিট আগে