নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে পুনরায় তিন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাসুদুর রহমান তাঁদেরকে রিমান্ডে নেওয়ার পৃথক নির্দেশ দেন।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদিবিরোধী আন্দোলনে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় আজিজুল হককে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল আলম। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন এসআই আব্দুর রাজ্জাক। আদালত জুবায়ের আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হেফাজতের এই দুই নেতাকে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন এসআই এনামুল হক। পরে আদালত দুইজনের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, মাওলানা আজিজুল হক গত ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পল্টন থানায় ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠানো হয়। ঢাকার আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আবারও দুই মামলায় রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে ১৬ এপ্রিল লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় তাঁকেও তিন দফা রিমান্ডে নেওয়া হয়।
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে পুনরায় তিন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাসুদুর রহমান তাঁদেরকে রিমান্ডে নেওয়ার পৃথক নির্দেশ দেন।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদিবিরোধী আন্দোলনে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় আজিজুল হককে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল আলম। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন এসআই আব্দুর রাজ্জাক। আদালত জুবায়ের আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হেফাজতের এই দুই নেতাকে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন এসআই এনামুল হক। পরে আদালত দুইজনের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, মাওলানা আজিজুল হক গত ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পল্টন থানায় ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠানো হয়। ঢাকার আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আবারও দুই মামলায় রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে ১৬ এপ্রিল লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় তাঁকেও তিন দফা রিমান্ডে নেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
৪ মিনিট আগেঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
৮ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে...
১২ মিনিট আগেবড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ মিনিট আগে