নিজস্ব প্রতিবেদক
ঢাকা: টিকা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের লুকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে আমরা বালিশ–কাণ্ডের ঘটনা দেখেছি, সাহেদ–কাণ্ডের ঘটনা প্রকাশ পেয়েছে, সুপারিগাছ–কাণ্ডের অপরাধ প্রকাশিত হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। গুটিকয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে মোকাবিলা করতে হবে। আমরা এমন ঘটনা কখনোই আশা করি না।’
এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন, রাশিয়ার সঙ্গে নন-ডিসক্লোজার চুক্তি বা গোপনীয়তা রক্ষার শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি জনসমক্ষে এলে দেশের জনগণ ভ্যাকসিন না–ও পেতে পারেন।
ওই দিন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোজিনা ইসলামকে তাঁর প্রতিবেদনের জন্য গ্রেপ্তার করা হয়নি। বরং টিকাসংক্রান্ত গোপন তথ্য নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এই মামলা করেন।
ঢাকা: টিকা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের লুকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে আমরা বালিশ–কাণ্ডের ঘটনা দেখেছি, সাহেদ–কাণ্ডের ঘটনা প্রকাশ পেয়েছে, সুপারিগাছ–কাণ্ডের অপরাধ প্রকাশিত হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। গুটিকয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে মোকাবিলা করতে হবে। আমরা এমন ঘটনা কখনোই আশা করি না।’
এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন, রাশিয়ার সঙ্গে নন-ডিসক্লোজার চুক্তি বা গোপনীয়তা রক্ষার শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি জনসমক্ষে এলে দেশের জনগণ ভ্যাকসিন না–ও পেতে পারেন।
ওই দিন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোজিনা ইসলামকে তাঁর প্রতিবেদনের জন্য গ্রেপ্তার করা হয়নি। বরং টিকাসংক্রান্ত গোপন তথ্য নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এই মামলা করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
৬ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
২৪ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৬ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২৮ মিনিট আগে