পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মেয়ে। তাঁকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুতায়িত হন। একসঙ্গে মা-মেয়ের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও তাঁর মেয়ে আলেছা খাতুন (৩৫)। আলেছা হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
দাপুনিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুতায়িত হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুতায়িত হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরব আলী বিশ্বাস বলেন, ‘আমার মেয়ে সোমবার বিকেলে স্বামীর বাড়ি থেকে বেড়াতে আসে। আর আজ সকালে এ দুর্ঘটনা ঘটল। স্ত্রী ও মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরে পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মেয়ে। তাঁকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুতায়িত হন। একসঙ্গে মা-মেয়ের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও তাঁর মেয়ে আলেছা খাতুন (৩৫)। আলেছা হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
দাপুনিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুতায়িত হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুতায়িত হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরব আলী বিশ্বাস বলেন, ‘আমার মেয়ে সোমবার বিকেলে স্বামীর বাড়ি থেকে বেড়াতে আসে। আর আজ সকালে এ দুর্ঘটনা ঘটল। স্ত্রী ও মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরে পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে অভিযান শেষে ফেরার পথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
৪ মিনিট আগেদ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যথায় তাকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
১০ মিনিট আগেজাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে বাংলাদেশে ৫-১৭ বৎসর বয়সী কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখের বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ ৬৮ হাজার।
১৯ মিনিট আগেবগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩৬ মিনিট আগে