জবিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

জবি প্রতিনিধি 
Thumbnail image
জবিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘মাইম্যান, সিন্ডিকেট, ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ দাবিতে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল করেন তারা।

নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ঘুরে রায় সাহেব বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনকারী নেতা-কর্মীরা বলেন, দলের যেসব নেতা-কর্মী আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে উপেক্ষা করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন তাঁদের বাদ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের অনুসারীদেরই কমিটিতে রাখা হয়েছে। বাকিরা দলের প্রতি আনুগত্য ও পরীক্ষিত হলেও বাদ দেওয়া হয়েছে তাদের।

বিক্ষোভকারী আতিকুর রহমান তানজিল বলেন, ‘দলের প্রতি অনুগতদের বাদ দিয়ে বৈষম্যমূলক কমিটি দেওয়া হয়েছে। তারেক রহমানের কথা ছিল, মিছিলের শেষ ছেলেটাও যেন একটা পরিচয় পায়; সেই নির্দেশনা মানা হয়নি। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’

শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিবের অনুসারীদেরই রাখা হয়েছে। আমাদের বাদ দেওয়া হয়েছে। কারণ আমরা সেন্ট্রাল সভাপতি-সেক্রেটারির মাইম্যান না। এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের নবম ও ১১ তম ব্যাচের কাউকে রাখা হয়নি। এটা স্পষ্ট বৈষম্য। প্রয়োজনে কমিটিতে পদ সংখ্যা বাড়াতে পারত।’

বিক্ষোভে শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী, জাফর মাহমুদ, ইমরান মোল্লা, হান্নান মাহমুদ, মহব্বত হোসেন বাবু, শাহাদাত হোসেন, নিবির মুন্সি, রাজু আহম্মেদ, আহসান মল্লিক, তুষার পাল, আহমেদ কাউসার আকাশ, মিয়া রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্যসচিব করে গত ২৪ ডিসেম্বর ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত