নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও ঢামেক প্রতিবদেক
নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে বিক্ষোভরত পাহাড়িদের ওপর হামলা চালিয়েছে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে একটি সংগঠনের কর্মীরা। আজ বুধবার বেলা ১টার দিকে মতিঝিলে এই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন— শ্রেষ্ঠা রূপাইয়া (২৪), ইসাবা শুহরাত (২৫), রেংইয়ং ম্রো (২৭), ফুটন্ত চাকমা (২২), ধনজেত্রা (২৮), অনন্ত ধামায় (৩৫), ডিবিসির সাংবাদিক জুয়েল মার্ক (৩৫), শৈলী (২৭), দনওয়াই ম্রো (২৪) তনিচিরাং (৩০)।
ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী আজকের পত্রিকাকে বলেন, দুটি পক্ষ মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র ব্যানারে গত ১২ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এর প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টার দিকে পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়।
সরেজমিন দেখা যায়, ঘোষণা অনুযায়ী আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা। পরে তারা রোকেয়া হল হয়ে কলাভবন ও মধুর ক্যানটিন প্রদক্ষিণ করে এনসিটিবি ভবন ঘেরাওয়ের উদ্দেশ্য রওনা দেয়।
এদিকে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ র সদস্যরা বেলা ১১টার দিকেই মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেন। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’ সেখানে পৌঁছালে তৈরি হয় উত্তেজনা। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর হামলা চালায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ র সদস্যরা। এতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র বেশ কয়েকজন সদস্য আহত হন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন আহত হয়ে হাসপাতালের এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে বিক্ষোভরত পাহাড়িদের ওপর হামলা চালিয়েছে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে একটি সংগঠনের কর্মীরা। আজ বুধবার বেলা ১টার দিকে মতিঝিলে এই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন— শ্রেষ্ঠা রূপাইয়া (২৪), ইসাবা শুহরাত (২৫), রেংইয়ং ম্রো (২৭), ফুটন্ত চাকমা (২২), ধনজেত্রা (২৮), অনন্ত ধামায় (৩৫), ডিবিসির সাংবাদিক জুয়েল মার্ক (৩৫), শৈলী (২৭), দনওয়াই ম্রো (২৪) তনিচিরাং (৩০)।
ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী আজকের পত্রিকাকে বলেন, দুটি পক্ষ মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র ব্যানারে গত ১২ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এর প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টার দিকে পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়।
সরেজমিন দেখা যায়, ঘোষণা অনুযায়ী আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা। পরে তারা রোকেয়া হল হয়ে কলাভবন ও মধুর ক্যানটিন প্রদক্ষিণ করে এনসিটিবি ভবন ঘেরাওয়ের উদ্দেশ্য রওনা দেয়।
এদিকে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ র সদস্যরা বেলা ১১টার দিকেই মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেন। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’ সেখানে পৌঁছালে তৈরি হয় উত্তেজনা। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর হামলা চালায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ র সদস্যরা। এতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র বেশ কয়েকজন সদস্য আহত হন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন আহত হয়ে হাসপাতালের এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একাধিক নারীর সঙ্গে মদ্যপ অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মাদারীপুরের রাজৈরে দুই উপসহকারী পুলিশ পরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। গত সোমবার তাঁদের ক্লোজড করা হলেও আজ (বুধবার) বিষয়টি জানাজানি হয়।
১১ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ারী মাধ্যমিক বিদ্যালয় ভবনকে রীতিমতো ধানের গুদামে পরিণত করেছেন তিন ব্যবসায়ী। শিক্ষকেরা বলছেন, তাঁদের নিষেধ না মেনেই ব্যবসায়ীরা এ কাজ করছেন। দ্রুত ধান অপসারণের দাবি প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের।
১৮ মিনিট আগেআন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্যরেখার শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বেড়া দেওয়ার ছয় দিনের মাথায় আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বেড়ার চার...
২২ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে