নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বর্ণা দাসসহ এযাবৎকালে সীমান্তে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক অনুপম রায় রুপক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে দলের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিক কিশোরী স্বর্ণা দাসকে হত্যার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাই।
তারা বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছে। পৃথিবীর আর কোনো সীমান্তে এরকম নির্মমভাবে মানুষ হত্যার নজির পাওয়া যাবে না।
এমনকি হত্যাকাণ্ডের পর এ সকল ঘটনার কোনো বিচারও হয় নি। ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার ঘটনা পুরো পৃথিবীর নজর কাড়ে। কিন্তু সেই হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। এমনকি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে যথাযথ কূটনৈতিক প্রচেষ্টা চালাতেও আমরা দেখিনি।
তারা আরও বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এর মাস পেরোনোর আগেই আবার সীমান্তে হত্যাকাণ্ড চালিয়েছে বিএসএফ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে স্বর্ণা দাসসহ এযাবৎকালে সংঘটিত সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানান।
স্বর্ণা দাসসহ এযাবৎকালে সীমান্তে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক অনুপম রায় রুপক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে দলের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিক কিশোরী স্বর্ণা দাসকে হত্যার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাই।
তারা বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছে। পৃথিবীর আর কোনো সীমান্তে এরকম নির্মমভাবে মানুষ হত্যার নজির পাওয়া যাবে না।
এমনকি হত্যাকাণ্ডের পর এ সকল ঘটনার কোনো বিচারও হয় নি। ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার ঘটনা পুরো পৃথিবীর নজর কাড়ে। কিন্তু সেই হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। এমনকি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে যথাযথ কূটনৈতিক প্রচেষ্টা চালাতেও আমরা দেখিনি।
তারা আরও বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এর মাস পেরোনোর আগেই আবার সীমান্তে হত্যাকাণ্ড চালিয়েছে বিএসএফ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে স্বর্ণা দাসসহ এযাবৎকালে সংঘটিত সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানান।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৬ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে