নিজস্ব প্রতিনিধি
ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে চলছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন তারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাবের ভেতরে বুধবার সকালে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ৷ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট, শরীয়তপুর সাংবাদিক সমিতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আরো বেশ কিছু সাংবাদিক সংগঠন।
প্রেসক্লাবের বাইরে রোজিনা ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কারো কাছে রোজিনা ইসলামের মুক্তি দাবি করবো না কারণ এই বিনা ভোটের সরকারের কাছে আর কোন কিছু দাবি করার কোন যৌক্তিকতা নেই। আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম, রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে মানুষের ওপর এমন নির্যাতন চলতেই থাকবে।
রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার করে তাঁকে হেনস্তাকারীদের বিচার দাবী করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী সাংবাদিক কেন্দ্রের বক্তারা বলেন, রোজিনা একজন সৎ, নির্ভীক, অনুসন্ধানী সাংবাদিক। তাকে এমনভাবে হেনস্তা করা অনুচিত। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আজ বুধবার বিকালে প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও আমলাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল)। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা চলমান দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে লিখেছেন তাই তার ওপর এমন অমানবিক নির্যাতন করা হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী, আমলাদের বিচার না করে রোজিনার নামে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনাকে মুক্তি দিতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। একই দাবিতে বিকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে চলছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন তারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাবের ভেতরে বুধবার সকালে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ৷ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট, শরীয়তপুর সাংবাদিক সমিতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আরো বেশ কিছু সাংবাদিক সংগঠন।
প্রেসক্লাবের বাইরে রোজিনা ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কারো কাছে রোজিনা ইসলামের মুক্তি দাবি করবো না কারণ এই বিনা ভোটের সরকারের কাছে আর কোন কিছু দাবি করার কোন যৌক্তিকতা নেই। আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম, রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে মানুষের ওপর এমন নির্যাতন চলতেই থাকবে।
রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার করে তাঁকে হেনস্তাকারীদের বিচার দাবী করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী সাংবাদিক কেন্দ্রের বক্তারা বলেন, রোজিনা একজন সৎ, নির্ভীক, অনুসন্ধানী সাংবাদিক। তাকে এমনভাবে হেনস্তা করা অনুচিত। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আজ বুধবার বিকালে প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও আমলাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল)। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা চলমান দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে লিখেছেন তাই তার ওপর এমন অমানবিক নির্যাতন করা হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী, আমলাদের বিচার না করে রোজিনার নামে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনাকে মুক্তি দিতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। একই দাবিতে বিকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে