শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
প্রতীকী ছবি। ছবি: এএফপি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা ও দীপাবলি আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। দীপাবলি দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সারি।

হিন্দু পুরাণমতে, দেবী শ্যামা বা কালী দুর্গারই একটি শক্তি। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মূল ভাব। এদিন সন্ধ্যায় পূজামণ্ডপে, বাড়িতে, শ্মশানে প্রদীপ প্রজ্বালন করা হয়।

ঢাকার সিদ্বেশরী কালী মন্দিরের পুরোহিত শ্রী শেখর লাল গোস্বামী বলেন, রাত ১১টা ৩০ মিনিটে এখানে পূজা শুরু হবে। রাত ২টা ০১ মিনিটে পুষ্পাঞ্জলি প্রদান এবং সাড়ে ৫টায় হোম (যজ্ঞ) অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার বনগ্রামের রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, সূত্রাপুরের মালাকারটোলা বিহারীলাল জিউ মন্দির, নবাবপুরের নবেন্দ্রনাথ বসাক লেন, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত