Ajker Patrika

রোজিনার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
রোজিনার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে চলছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন তারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাবের ভেতরে বুধবার সকালে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ৷ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট, শরীয়তপুর সাংবাদিক সমিতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আরো বেশ কিছু সাংবাদিক সংগঠন।

প্রেসক্লাবের বাইরে রোজিনা ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কারো কাছে রোজিনা ইসলামের মুক্তি দাবি করবো না কারণ এই বিনা ভোটের সরকারের কাছে আর কোন কিছু দাবি করার কোন যৌক্তিকতা নেই। আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম, রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে মানুষের ওপর এমন নির্যাতন চলতেই থাকবে।

রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার করে তাঁকে হেনস্তাকারীদের বিচার দাবী করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী সাংবাদিক কেন্দ্রের বক্তারা বলেন, রোজিনা একজন সৎ, নির্ভীক, অনুসন্ধানী সাংবাদিক। তাকে এমনভাবে হেনস্তা করা অনুচিত। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আজ বুধবার বিকালে প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও আমলাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল)। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা চলমান দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে লিখেছেন তাই তার ওপর এমন অমানবিক নির্যাতন করা হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী, আমলাদের বিচার না করে রোজিনার নামে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনাকে মুক্তি দিতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। একই দাবিতে বিকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত