নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের যুগ্ম–মহাসচিব মামুনুল হক রিমান্ডের প্রথম দিনেই দুটি বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। প্রথম স্ত্রীকে না জানিয়েই আরও দুটি বিয়ে করেছেন তিনি। এ দুটি বিয়েই চুক্তিভিত্তিক। সামাজিক মর্যাদা না দেওয়ার শর্তে কাবিননামা ছাড়াই ওই দুই নারীকে বিয়ে করেন তিনি। ভরণপোষণের জন্য প্রত্যেককে মাসে দেন ১৫ হাজার টাকা।
মামলার তদারকি কর্মকর্তা এডিসি পদমর্যাদার এক পুলিশ বলেন, মামুনুলের দাবি, অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই তালাকপ্রাপ্তাকে বিয়ে করেছেন। তাঁদের একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন তিনি। প্রতি মাসে প্রত্যেক স্ত্রীকে ১৫ হাজার করে টাকা দেন। তবে বিয়ের চুক্তিতে ছিল তাঁরা কখনো সামাজিক মর্যাদা পাবেন না। এমনকি মামুনুলের পরিবারের কেউ, বিশেষ করে তাঁর প্রথম স্ত্রী বিয়ের বিষয়ে কিছু জানবেন না।
পরের দুই বিয়ের কাবিননামা না থাকলেও বিয়েতে দুজন সাক্ষী আছে বলে দাবি করেছেন মামুনুল হক। পুলিশ বলছে, শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হবে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুলের কথিত তৃতীয় স্ত্রী। জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি। প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা। কথিত দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিননামা হয়নি। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন। তবে এটা স্বীকার করেছেন যে, এসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তাঁর কাছে নেই।
হারুন অর রশিদ আরও বলেন, মামুনুল উত্তেজনার বশবর্তী হয়ে বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যার পেছনে তাঁর একধরনের উদ্দেশ্য ছিল। হেফাজতে ইসলামের কর্মীদের ওপর ভর করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আর সারা দেশে হেফাজত নেতা–কর্মীরা যখন তাঁর কথা শুনতে থাকে, তখন থেকেই এই স্বপ্ন মনের ভেতরে বুনতে থাকেন।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা তদন্ত করতে গিয়ে মামুনুলের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনতে চায় সংস্থাটি।
আজ মঙ্গলবার সিআইডির প্রধান মাহবুবুর রহমান বলেন, আমরা এই মামলায় মামুনুলকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তার মাধ্যমে এই মামলার অনেক অজানা বিষয় জানা সম্ভব।
অন্যদিকে মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময় দায়িত্বরত সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।
ঢাকা: হেফাজতে ইসলামের যুগ্ম–মহাসচিব মামুনুল হক রিমান্ডের প্রথম দিনেই দুটি বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। প্রথম স্ত্রীকে না জানিয়েই আরও দুটি বিয়ে করেছেন তিনি। এ দুটি বিয়েই চুক্তিভিত্তিক। সামাজিক মর্যাদা না দেওয়ার শর্তে কাবিননামা ছাড়াই ওই দুই নারীকে বিয়ে করেন তিনি। ভরণপোষণের জন্য প্রত্যেককে মাসে দেন ১৫ হাজার টাকা।
মামলার তদারকি কর্মকর্তা এডিসি পদমর্যাদার এক পুলিশ বলেন, মামুনুলের দাবি, অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই তালাকপ্রাপ্তাকে বিয়ে করেছেন। তাঁদের একজনকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন তিনি। প্রতি মাসে প্রত্যেক স্ত্রীকে ১৫ হাজার করে টাকা দেন। তবে বিয়ের চুক্তিতে ছিল তাঁরা কখনো সামাজিক মর্যাদা পাবেন না। এমনকি মামুনুলের পরিবারের কেউ, বিশেষ করে তাঁর প্রথম স্ত্রী বিয়ের বিষয়ে কিছু জানবেন না।
পরের দুই বিয়ের কাবিননামা না থাকলেও বিয়েতে দুজন সাক্ষী আছে বলে দাবি করেছেন মামুনুল হক। পুলিশ বলছে, শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হবে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুলের কথিত তৃতীয় স্ত্রী। জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি। প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা। কথিত দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিননামা হয়নি। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন। তবে এটা স্বীকার করেছেন যে, এসব বিয়ের কোনো আইনগত প্রমাণ তাঁর কাছে নেই।
হারুন অর রশিদ আরও বলেন, মামুনুল উত্তেজনার বশবর্তী হয়ে বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যার পেছনে তাঁর একধরনের উদ্দেশ্য ছিল। হেফাজতে ইসলামের কর্মীদের ওপর ভর করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আর সারা দেশে হেফাজত নেতা–কর্মীরা যখন তাঁর কথা শুনতে থাকে, তখন থেকেই এই স্বপ্ন মনের ভেতরে বুনতে থাকেন।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা তদন্ত করতে গিয়ে মামুনুলের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনতে চায় সংস্থাটি।
আজ মঙ্গলবার সিআইডির প্রধান মাহবুবুর রহমান বলেন, আমরা এই মামলায় মামুনুলকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তার মাধ্যমে এই মামলার অনেক অজানা বিষয় জানা সম্ভব।
অন্যদিকে মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময় দায়িত্বরত সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে