নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না। রক্তের দাগ এখনো শুকায় নাই।’
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এই ভিপি এসব কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করব। ছাত্র-জনতার রক্তের ওপর পা দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আর আমরা আঙুল চুষব? আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ না রাখার প্রতিবাদ জানান নুর। তিনি আরও বলেন, ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে। কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্থান দেওয়ার পরামর্শ দিচ্ছে, যারা গণ-অভ্যুত্থানের সময় নৃশংস গণহত্যা করেছে।
গণঅধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে, তারাও ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন সেই প্রতিরোধের ডাক আসে।’
নুর বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের আমরা ৫৩ বছর দেখেছি। কাজেই আমরা অন্তত আর দু-এক বছর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখি; দেখি কী করে। আমাদের দৃঢ় বিশ্বাস, মুহাম্মদ ইউনূসের সারা বিশ্বে যে সম্পর্ক, দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত তিনি টেনে তুলতে পারবেন। ইতিমধ্যে ১৫টি সংস্কার কমিশন করে দিয়েছেন।’
সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না। রক্তের দাগ এখনো শুকায় নাই।’
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এই ভিপি এসব কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করব। ছাত্র-জনতার রক্তের ওপর পা দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আর আমরা আঙুল চুষব? আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ না রাখার প্রতিবাদ জানান নুর। তিনি আরও বলেন, ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে। কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্থান দেওয়ার পরামর্শ দিচ্ছে, যারা গণ-অভ্যুত্থানের সময় নৃশংস গণহত্যা করেছে।
গণঅধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে, তারাও ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন সেই প্রতিরোধের ডাক আসে।’
নুর বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের আমরা ৫৩ বছর দেখেছি। কাজেই আমরা অন্তত আর দু-এক বছর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখি; দেখি কী করে। আমাদের দৃঢ় বিশ্বাস, মুহাম্মদ ইউনূসের সারা বিশ্বে যে সম্পর্ক, দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত তিনি টেনে তুলতে পারবেন। ইতিমধ্যে ১৫টি সংস্কার কমিশন করে দিয়েছেন।’
সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
২ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
২ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
২ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৫ ঘণ্টা আগে