মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইন ও বিধিমালার দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইন ও বিধিমালার দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিও জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্য তারা বলেন, মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য আলাদা আইন ও বিধিমালা প্রণয়নে অংশীজন হিসেবে মেডিকেল ডিভাইস ব্যবসায়ী সমিতির সদস্য, ব্যবহারকারী ডায়াগনস্টিক ও হাসপাতাল মালিক সমিতির সদস্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞজনদের নিয়ে মেডিকেল ডিভাইস এক্সপার্ট কমিটি গঠন করে বিধিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য তারা মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে ওষুধ প্রশাসন অধিদপ্তরে বিশেষজ্ঞজনদের সম্পৃক্ত করে পৃথক ইউনিট গঠন করার দাবি জানান। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজতর করার দাবি পাশাপাশি রেসিপি অনুমোদন, ইনডেন্ট এপ্রুভাল প্রসেস এবং ফ্রি-সেল সার্টিফিকেট দূতাবাসে সত্যায়িত করার প্রক্রিয়া বাতিলের দাবি করেন।

ব্যবসায়ীরা বলেন, ভারতে ক্লাস এ এবং বি’র মেডিকেল ডিভাইসের রেজিস্ট্রেশন ফি মাত্র ১০ মার্কিন ডলার। অথচ দেশে রেজিস্ট্রেশন ফি প্রায় ৬৫ হাজার টাকা। এতে পণ্যের দাম বেড়ে চিকিৎসা ব্যয় বাড়ছে। তারা এ ক্যাটাগরি এক হাজার, বি-ক্যাটাগরি ৫ হাজার, সি-ক্যাটাগরি ১০ হাজার এবং ডি-ক্যাটাগরি ১৫ হাজার টাকা করার দাবি জানান।

ব্যবসায়ীরা বলেন, ‘ওষুধ ও কসমেটিকস আইন—২০২৩’ অনুযায়ী মেডিকেল ডিভাইস, ডায়াগনস্টিক রিঅ্যাজেন্ট আমদানি, সরবরাহ ও বিক্রির ও ডিভাইস নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জনগণের উন্নত চিকিৎসার লক্ষ্যে মেডিকেল ডিভাইস, যন্ত্রপাতি ও ডায়াগনস্টিক রিঅ্যাজেন্টের মান নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র আইন ও যুগোপযোগী বিধিমালা প্রণয়ন করার দাবি জানান।

ডায়াগনস্টিক রি-এজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান মূল বক্তব্য তুলে ধরেন। বক্তব্য রাখেন—বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স অ্যান্ড এমএফআরএস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আতিকুর রহমান, বিএমএ ভবন শপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশেদুল আলম পুলক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত