কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে জরুরি কাজে বাইরে বের হলে নির্ধারিত হলুদ নম্বর প্লেটের গাড়ি ব্যবহার করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিদেশি মিশনগুলোকে এ নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কূটনৈতিক ও কনসুল্যার মিশনের সদস্য, জাতিসংঘ ও আন্তর্জাতিক মিশনের সদস্যদের ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জরুরি দাপ্তরিক কাজ, ওষুধ, জরুরি খাদ্য কেনা এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণের কাজে ডিপ্লোম্যাটি নম্বরযুক্ত দাপ্তরিক গাড়ি ব্যবহার করা যাবে। এছাড়া কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য বৈধ টিকাবই নিয়েও বের হতে পারবেন তারা।
করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারা দেশে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে স্বাস্থ্য সেবা, থানা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি সরবরাহ, গ্যাস ও তেল সরবরাহ, ইন্টারনেট ও টেলিফোনের মতো জরুরি সেবা এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। পাশাপাশি এ সময় সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সড়ক, রেল, নদীপথসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলসহ সব যাত্রীবাহী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো এ সময়ে ঘরে বসে কাজ করবে। সব মহাপরিচালক এ সময়ে টেলিফোনে সেবা দেবেন। এছাড়া রাষ্ট্রীয় সংস্থা প্রধান ও করোনা সেলের প্রধান এ সময়ে বিদেশি মিশনের জরুরি প্রয়োজনে সাড়া দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে জরুরি কাজে বাইরে বের হলে নির্ধারিত হলুদ নম্বর প্লেটের গাড়ি ব্যবহার করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিদেশি মিশনগুলোকে এ নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কূটনৈতিক ও কনসুল্যার মিশনের সদস্য, জাতিসংঘ ও আন্তর্জাতিক মিশনের সদস্যদের ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জরুরি দাপ্তরিক কাজ, ওষুধ, জরুরি খাদ্য কেনা এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণের কাজে ডিপ্লোম্যাটি নম্বরযুক্ত দাপ্তরিক গাড়ি ব্যবহার করা যাবে। এছাড়া কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য বৈধ টিকাবই নিয়েও বের হতে পারবেন তারা।
করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারা দেশে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে স্বাস্থ্য সেবা, থানা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি সরবরাহ, গ্যাস ও তেল সরবরাহ, ইন্টারনেট ও টেলিফোনের মতো জরুরি সেবা এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। পাশাপাশি এ সময় সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সড়ক, রেল, নদীপথসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলসহ সব যাত্রীবাহী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো এ সময়ে ঘরে বসে কাজ করবে। সব মহাপরিচালক এ সময়ে টেলিফোনে সেবা দেবেন। এছাড়া রাষ্ট্রীয় সংস্থা প্রধান ও করোনা সেলের প্রধান এ সময়ে বিদেশি মিশনের জরুরি প্রয়োজনে সাড়া দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে।
জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২ মিনিট আগেআমি ২৫-৩০ বছর ধরে ঢাকা যাই না। ঢাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশের জমিতে আমি কৃষিকাজ করি। গ্রামের পাশে বাজারে আমার দুই ছেলে ব্যবসা করে। তাদের জন্য প্রতিদিন বাজারে খাবার নিয়ে যাই। আমি নাকি কার পায়ের মধ্যে গুলি মারছি! ঢাকার এক মামলায় তারা আমার এবং দুই ছেলের নাম দিয়েছে।
২০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় উপাচার্যর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
২৪ মিনিট আগেবরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৪১ মিনিট আগে