Ajker Patrika

‘ইঞ্জিনে প্রচণ্ড শব্দ হচ্ছিল, আগুন বের হয়েছিল সাইলেন্সার থেকে’

আল-আমিন রাজু, ঝালকাঠি থেকে
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ২৩
‘ইঞ্জিনে প্রচণ্ড শব্দ হচ্ছিল, আগুন বের হয়েছিল সাইলেন্সার থেকে’

রাজধানীর সদরঘাট থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এমভি অভিযান–১০ বরগুনার উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রার শুরুর পর থেকেই যাত্রীরা একটি বিকট শব্দ শুনতে পাচ্ছিলেন। প্রথমে কেউ পাত্তা না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। ইঞ্জিনের বিকট শব্দের বিষয়ে লঞ্চের কর্মীদের জানালেও তাঁরা তা আমলে নেননি বলে যাত্রীদের অভিযোগ। 

অভিযান–১০’এ অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চে থাকা আহত যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) চতুর্থ তলার চক্ষু বিভাগের ৪০৩ ওয়ার্ডে এ ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওয়ার্ডের ১০ নম্বর বেডে শুয়ে কাতরাচ্ছিলেন বরগুনা সদর উপজেলার মো. জহিরুল। চলতি মাসের ২০ তারিখ অভিযান–১০ এই বরগুনা থেকে ব্যক্তিগত কাজে ঢাকা গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার একই লঞ্চে বরগুনা ফেরার জন্য উঠে ছিলেন। জহিরুল আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সদরঘাট এসে লঞ্চে উঠে দেখি কোথাও বসার জায়গা নেই। পরে লঞ্চের তৃতীয় তলার একটি স্টাফ কেবিনে ৮০০ টাকা দিয়ে উঠি। আমি রাত ১২টার পরে ঘুমিয়ে যাই। ঘুমানোর আগে বেশ কয়েকবার ছাদে গেছি। তখন একটু পর পর ইঞ্জিন থেকে একটা প্রচণ্ড শব্দ বের হতে শুনেছি। শব্দটার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সাইলেন্সার দিয়ে আগুন বের হতে দেখেছি। প্রথমে আমরা কয়েকজন ভয় পেয়ে যাই। পরে সবাই বলাবলি করছিল এটা তেমন কিছু না। মানুষের চিল্লাচিল্লি, আহাজারি শুনে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি রুমে প্রচুর ধোঁয়া। দরজা খুলে দেখি বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে। অনেক মানুষ দৌড়াদৌড়ি করছে। নিচে পা রাখতেই আমার পা পুড়ে যায়। এত বড় ঘটনা কিন্তু লঞ্চের স্টাফরা বলছিল, কিছু হয়নি, আগুন নিয়ন্ত্রণে আছে। পরে আমি পায়ের নিচের গরম সহ্য করতে না পেরে নদীতে লাফ দেই। 

জহিরুল আরও বলেন, আগেরবার যাওয়ার সময়ও ইঞ্জিন থেকে একই শব্দ শুনেছি। তবে সেদিন শব্দটা একটু কম ছিল। 

ইঞ্জিনে সমস্যার কথা জেনেও মালিক লঞ্চ চালিয়ে যেতে বলেছিলেনলঞ্চের ইঞ্জিন থেকে বের হওয়া শব্দ শুনেছেন বরগুনার সদরের রাশেদ। তাঁর মা ও ভাইয়ের মেয়েসহ সাতজন উঠেছিলেন। রাশেদসহ তিনজন বেঁচে ফিরলেও নিখোঁজ আছেন ৪ জন। 

ছোট ভাই ও মাকে নিয়ে লঞ্চে ওঠেন পাথরঘাটার ছোনবুনিয়ার মনোতোষ। দুই ভাই আহত অবস্থায় নদীতে লাফ দিয়ে পাড়ে এসে উদ্ধার হলেও লঞ্চে আটকা পড়েন মা মিঠু রানী। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের পর একই হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন মা মিঠু রানি। মনোতোষ আজকের পত্রিকাকে বলেন, আমার মায়ের চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলাম। সাত দিন ঢাকা থাকার পর সদরঘাট থেকে লঞ্চের দুই তলায় সিট নেই। লঞ্চ সদরঘাট থেকে ছাড়ার পরে আমি তিনবার ছাদে গিয়েছি। প্রতিবারই বিকট শব্দ শুনেছি সেই সঙ্গে ইঞ্জিনের সাইলেন্সার থেকে কালো ধোয়া আর আগুন বের হতে দেখেছি। শেষ বার যখন গেছি তখন শব্দ শুনে ভয় পেয়ে যাই। পরে ঘুমিয়ে পড়ি। রাতে হঠাৎ মানুষের চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে যায়। মানুষের ঠেলাঠেলিতে মাকে হারিয়ে ফেলি। ছোট ভাই নিলয় আগুন আগুনের গরম সহ্য করতে না পেরে নদীতে লাফ দেয়। ও নদীতে লাফ দেওয়ার পরে আমি মাকে খোঁজার চেষ্টা করি। কিছু সময় খোঁজার পরে আগুনের গরমে টিকতে না পেরে আমিও লাফ দেই। পরে নদী সাঁতরে কুলে আসি। 

ডিসেম্বরের ১ তারিখে অভিযান–১০ ’এ লস্কর হিসেবে কাজ নেন ভোলা জেলার চরফ্যাশনের সেলিম মিয়া। তিনি বলেন, আমি রাত আড়াইটার দিকে কাজ শেষ করে স্টাফ কেবিনে ঘুমাই। হঠাৎ মানুষের আহাজারি শুনে ঘুম ভাঙে। রুম থেকে বের হয়ে দেখি লঞ্চে আগুন। বিষয়টা বোঝার জন্য সামনে পা বাড়াই গরমের কারণে পা লেগে যায়, হাত বাড়াই হাত লেগে যায়। পরে জীবন বাঁচাতে লাফ দেই। হাত-পায়ের চামড়া পুড়ে গেছে। কোনো মতে তীরে আসতে পারি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। 

অভিযান–১০ ’র মালিক লঞ্চেই ছিল জানিয়ে সেলিম বলেন, আমি পরিষ্কারের কাজ করি। লঞ্চে একটু পর পর শব্দ হয়। লঞ্চে মালিক ছিল। তিনিও লঞ্চ চালাতে বলেছেন। 

যাত্রীদের অভিযোগ ইঞ্জিনের সমস্যা থাকার পরেও মালিকের সিদ্ধান্তে লঞ্চ চালাতে বাধ্য হন কর্মীরা। এ বিষয় জানতে চাইলে সেলিম বলেন, আমিও এমনটা শুনেছি। কিন্তু মালিক সিদ্ধান্ত দিয়েছে কি না সেটা সরাসরি শুনি নাই। লঞ্চের অন্য কর্মীরা বলেছেন। 

লঞ্চের ইঞ্জিনের বিকট শব্দ শোনেন মো. ইমরান ও মাইনদ্দিন। হাসপাতালে দুজনেই পাশাপাশি বেডে শুয়ে আছেন। তাঁরা জানালেন, লঞ্চের ইঞ্জিনের বিকট শব্দ শোনার পরে লঞ্চের কর্মীদের জানানো হয়। কিন্তু তাঁরা অভিযোগ আমলে নেননি। 

ইমরান বলেন, লঞ্চের ছাদে অনেকেই ইঞ্জিনের বিকট শব্দ শুনেছেন। এমনকি আমি যখন ছাদে ছিলাম তখন ইঞ্জিনের মিস্ত্রি ছাদে এসে দেখেছেন। তাঁরা বলেছেন চলুক সমস্যা নেই। 

শেরে বাংলা মেডিকেল কলেজের বিশেষ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। তাঁদের মধ্যে ২২ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। এ ছাড়া এক নারীসহ দুজন আহত রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত