নিজস্ব প্রতিবেদক, বরিশাল
চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক দখল করে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা যত দিন দাবি মানা না হবে তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুই ঘণ্টাব্যাপী নগরের নথুল্লাবাদ ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে এ আন্দোলন করে।
এর আগে কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় বিএম কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যান। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়।
কলেজ শিক্ষার্থীরা বলেন, ‘সরকারের উচিত আমাদের (শিক্ষার্থী) দিকে তাকানো। সরকার যত দিন দাবি না মানবে তত দিন আন্দোলন চালিয়ে যাব। আপনারা গভীরভাবে চিন্তা করেন যে মুক্তিযোদ্ধারা যদি জানতেন যে কোটার নামে শিক্ষার্থীদের নিয়ে এভাবে বৈষম্য হবে তাহলে তাঁরাও লজ্জা পেতেন। আমাদের দাবি আদায়ের মাধ্যমে রাজপথ ছাড়ব এবং অধিকার আদায় করে ছাড়ব।’
শিক্ষার্থীরা আরও বলেন, `আমাদের চেতনাবোধ উজ্জীবিত রাখতে হবে, যাতে আমরা দমে না যাই। এ সময় তাঁরা বুধবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।'
আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ইমাম হাসান, মৃত্তিকা বিজ্ঞানের নাহিদ হোসেন, ইতিহাস বিভাগের লোপা আক্তার প্রমুখ।
এদিকে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধে ঢাকা বরিশাল-মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল।
চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক দখল করে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা যত দিন দাবি মানা না হবে তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুই ঘণ্টাব্যাপী নগরের নথুল্লাবাদ ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে এ আন্দোলন করে।
এর আগে কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় বিএম কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যান। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়।
কলেজ শিক্ষার্থীরা বলেন, ‘সরকারের উচিত আমাদের (শিক্ষার্থী) দিকে তাকানো। সরকার যত দিন দাবি না মানবে তত দিন আন্দোলন চালিয়ে যাব। আপনারা গভীরভাবে চিন্তা করেন যে মুক্তিযোদ্ধারা যদি জানতেন যে কোটার নামে শিক্ষার্থীদের নিয়ে এভাবে বৈষম্য হবে তাহলে তাঁরাও লজ্জা পেতেন। আমাদের দাবি আদায়ের মাধ্যমে রাজপথ ছাড়ব এবং অধিকার আদায় করে ছাড়ব।’
শিক্ষার্থীরা আরও বলেন, `আমাদের চেতনাবোধ উজ্জীবিত রাখতে হবে, যাতে আমরা দমে না যাই। এ সময় তাঁরা বুধবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।'
আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ইমাম হাসান, মৃত্তিকা বিজ্ঞানের নাহিদ হোসেন, ইতিহাস বিভাগের লোপা আক্তার প্রমুখ।
এদিকে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধে ঢাকা বরিশাল-মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল।
নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার শাখা নদী থেকে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের যমুনার শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেসিলেটের একটি রিসোর্টে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় ২০ তরুণ-তরুণীকে আটক করা হয়। তাঁদের মধ্যে আটজনকে জোর করে কাজি ডেকে বিয়ে দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা এবং হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর পর এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক...
২৭ মিনিট আগেচাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ করছেন চাকরিপ্রত্যাশীরা। আজ সোমবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শতাধিক তরুণ এ কর্মসূচিতে অংশ নেন। তাঁরা সরকারি চাকরিতে প্রবেশের...
৩৮ মিনিট আগে