পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র, গোলাবারুদ ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পাথরঘাটা থানা-পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাফর হাজির একটি পরিত্যক্ত ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে এএসআই মিরাজ, তারিকুল ও শরিফুলকে নিয়ে সদর ইউনিয়নের রুহিতা এলাকায় যাই। যাওয়ার পথে বড় টেংরা এলাকার একটি পরিত্যক্ত ঘরের ভেতরে অনেক সিগারেটের ধোঁয়া দেখতে পাই। তখন এখানে কারা আছেন, দেখতে সামনের দিকে এগিয়ে গেলে চার/পাঁচজন পালিয়ে যান। পরে স্থানীয়দের নিয়ে ঘরটি তল্লাশি করলে একটি বালিশের ভেতরে থেকে দেশীয় পাইপ গান, একটি কার্তুজ ও একটি ব্যবহৃত খোসা ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি এখানে এলাকায় কিছু বখাটে ছেলেদের আড্ডা রয়েছে। তবে এ অস্ত্র কার তা পুলিশ তদন্তে বেরিয়ে আসবে।
ওসি আবুল বাশার বলেন, ধারণা করা হচ্ছে সাগরের ডাকাতেরা এখানে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল। এ ছাড়াও এলাকার বেশ কিছু বখাটে এখানে আড্ডা দেওয়ার অভিযোগ আছে। বিভিন্ন দিক সামনে রেখে গভীরতর তদন্ত চলছে।
বরগুনার পাথরঘাটার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র, গোলাবারুদ ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পাথরঘাটা থানা-পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাফর হাজির একটি পরিত্যক্ত ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে এএসআই মিরাজ, তারিকুল ও শরিফুলকে নিয়ে সদর ইউনিয়নের রুহিতা এলাকায় যাই। যাওয়ার পথে বড় টেংরা এলাকার একটি পরিত্যক্ত ঘরের ভেতরে অনেক সিগারেটের ধোঁয়া দেখতে পাই। তখন এখানে কারা আছেন, দেখতে সামনের দিকে এগিয়ে গেলে চার/পাঁচজন পালিয়ে যান। পরে স্থানীয়দের নিয়ে ঘরটি তল্লাশি করলে একটি বালিশের ভেতরে থেকে দেশীয় পাইপ গান, একটি কার্তুজ ও একটি ব্যবহৃত খোসা ও এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি এখানে এলাকায় কিছু বখাটে ছেলেদের আড্ডা রয়েছে। তবে এ অস্ত্র কার তা পুলিশ তদন্তে বেরিয়ে আসবে।
ওসি আবুল বাশার বলেন, ধারণা করা হচ্ছে সাগরের ডাকাতেরা এখানে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল। এ ছাড়াও এলাকার বেশ কিছু বখাটে এখানে আড্ডা দেওয়ার অভিযোগ আছে। বিভিন্ন দিক সামনে রেখে গভীরতর তদন্ত চলছে।
ভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে এসে নীলফামারীতে গ্রেপ্তার হলেন চার রোহিঙ্গা যুবক। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
১২ মিনিট আগেমাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পাড়ায় নবগঙ্গা নদীর ওপরে নির্মিত ২ কোটি টাকার আরসিসি গার্ডার সেতুটি কাজে আসছে না। সেতুর সংযোগ সড়ক না থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। সেতু নির্মাণের স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের স্থান নির্বাচন সঠিক স্থানেও হয়নি। কবে সেতুর এই সম
১৩ মিনিট আগেযুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সকল সেক্টরে সংস্কারের পর আমরা নির্বাচনের দিকে যেতে চাই। গণ-অভ্যুত্থানে মানুষের যেই আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পর এই সংস্কারের সুযোগ এসেছে। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’
২২ মিনিট আগেবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ২০২২ সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৫০ মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় ২০২৩ সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়। দুই দফা মেরামত ও দেড় বছর বন্ধ থাকার পর গত মে মাসে ফের উৎপাদনে আসে ১০০ মেগাওয়াটের গ্য
১ ঘণ্টা আগে