পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
সুন্দরবন এলাকায় ডাকাতের গুলিতে মুসা (৩০) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়া এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে এবং ট্রলার মালিকের ভাতিজা।
এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, উপজেলার সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়ায় একটি ট্রলারে ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের মাছধরা ট্রলারের সব মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলার মালিকের ভাতিজা মুসা তাদের বাধা দিলে তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়। অন্য জেলেদের বেদম মারধর করে তারা।
গোলাম মোস্তফা আরও বলেন, ওই ট্রলারটি ভারতীয় হলেও ডাকাত দলের সদস্যরা সাতক্ষীরার। তবে তাঁদের হাতে ভারতীয় ট্রলার কীভাবে গেল সে ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানান, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনা স্থলে দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে।
সুন্দরবন এলাকায় ডাকাতের গুলিতে মুসা (৩০) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়া এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে এবং ট্রলার মালিকের ভাতিজা।
এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, উপজেলার সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়ায় একটি ট্রলারে ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের মাছধরা ট্রলারের সব মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলার মালিকের ভাতিজা মুসা তাদের বাধা দিলে তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়। অন্য জেলেদের বেদম মারধর করে তারা।
গোলাম মোস্তফা আরও বলেন, ওই ট্রলারটি ভারতীয় হলেও ডাকাত দলের সদস্যরা সাতক্ষীরার। তবে তাঁদের হাতে ভারতীয় ট্রলার কীভাবে গেল সে ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানান, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনা স্থলে দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে।
সিলেটে ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
৭ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
৪০ মিনিট আগে