নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে দেবাশিষ মণ্ডল আশিষ এবং পলাশ কুমার মুনশি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে পুলিশ গতকাল শনিবার দুপুরে স্বরূপকাঠি পৌরসভার সামনে থেকে দেবাশিষকে গ্রেপ্তার করে। পরে একই অভিযোগে পলাশ কুমার মুনশিকে গ্রেপ্তার করা হয়।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দেবাশিষ মণ্ডল আশিষ একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি। পলাশ কুমার মুনশির বাজারে দোকান আছে।
দেবাশিষ মণ্ডল আশিষ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মনিন্দ্রনাথ মণ্ডলের ছেলে। অন্যদিকে পলাশ কুমার মুনশি গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের শংকর লাল মুনশির ছেলে।
পুলিশ জানিয়েছে, দেবাশিষ মণ্ডল আশিষ এবং পলাশ কুমার মুনশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট দেন গতকাল শনিবার। সেই পোস্ট আলেম সমাজের চোখে পড়ে। তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
নেছারাবাদ উপজেলার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ বলেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো ধর্মেই নেই। আমাদের ধর্মেও নেই। ইসলাম শান্তি পছন্দ করে। ইসলাম শান্তির ধর্ম। তারা অপরাধ করেছে। পুলিশ এর ব্যবস্থা নিয়েছে।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে বিভাগীয় আদালতে পাঠানো হচ্ছে। সেখানে সাইবার ট্রাইব্যুনাল আদালতে পুলিশ বাদী হয়ে মামলার আবেদন করবে।
নেছারাবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে দেবাশিষ মণ্ডল আশিষ এবং পলাশ কুমার মুনশি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে পুলিশ গতকাল শনিবার দুপুরে স্বরূপকাঠি পৌরসভার সামনে থেকে দেবাশিষকে গ্রেপ্তার করে। পরে একই অভিযোগে পলাশ কুমার মুনশিকে গ্রেপ্তার করা হয়।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দেবাশিষ মণ্ডল আশিষ একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি। পলাশ কুমার মুনশির বাজারে দোকান আছে।
দেবাশিষ মণ্ডল আশিষ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মনিন্দ্রনাথ মণ্ডলের ছেলে। অন্যদিকে পলাশ কুমার মুনশি গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের শংকর লাল মুনশির ছেলে।
পুলিশ জানিয়েছে, দেবাশিষ মণ্ডল আশিষ এবং পলাশ কুমার মুনশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট দেন গতকাল শনিবার। সেই পোস্ট আলেম সমাজের চোখে পড়ে। তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
নেছারাবাদ উপজেলার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ বলেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো ধর্মেই নেই। আমাদের ধর্মেও নেই। ইসলাম শান্তি পছন্দ করে। ইসলাম শান্তির ধর্ম। তারা অপরাধ করেছে। পুলিশ এর ব্যবস্থা নিয়েছে।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে বিভাগীয় আদালতে পাঠানো হচ্ছে। সেখানে সাইবার ট্রাইব্যুনাল আদালতে পুলিশ বাদী হয়ে মামলার আবেদন করবে।
অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
৫ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগে৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক ঘটনায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ জনকে আটক করেছে।
১৭ মিনিট আগে