পটুয়াখালী প্রতিনিধি
কোলন ক্যানসারে আক্রান্ত বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সৌরভ কুমার বালা (২২)। ২০২১ সালের মার্চে তাঁর শরীরে এ রোগ শনাক্তের পর মা-বাবা সামর্থ্যের শেষটুকু পর্যন্ত চিকিৎসা চালান। পরিবারের সক্ষমতা শেষ হয়ে যাওয়ায় সৌরভের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে সাহায্যের বাক্স নিয়ে সড়কে সড়কে ঘুরছেন তাঁর সহপাঠী ও বন্ধুরা। হাসিখুশি সৌরভকে আবারও ক্যাম্পাসে ফিরে পেতে চান তাঁরা।
সৌরভ পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা অমির কুমার বালার ছেলে। অমির কুমার পেশায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তাঁর দুই ছেলের মধ্যে সৌরভ বড়। সৌরভ ২০১৫ সালে পটুয়াখালী সরকারি জুবলী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাস করেন। ২০১৭ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। সর্বশেষ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের হিসাবরক্ষণ বিভাগে ভর্তি হন। তিনি স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সৌরভকে এরই মধ্যে ৯টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। এখন তাঁর দুটি অপারেশনের জন্য ৮ লাখ টাকা দরকার। বর্তমানে সৌরভ ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। তাই সৌরভের বন্ধুরা মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরছেন। এ পর্যন্ত তাঁরা ১ লাখ ১২ হাজার ৮৭১ টাকা সহায়তা পেয়েছেন বলে জানান। সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তাঁরা।
সৌরভের বন্ধু আমিও পাল তূর্য বলেন, ‘সৌরভ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই আমাদের মনমানসিকতা ঠিক নেই। পরে যখন শুনলাম টাকার জন্য সৌরভের সার্জারি করা যাচ্ছে না। তখন আমাদের এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুরা মিলে ওর চিকিৎসার চালানোর জন্য এই উদ্যোগ নিই। আমরা প্রতিদিন সকাল-বিকেল এই বাক্স নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই। যাতে করে মানুষের একটু সহযোগিতার জন্য আমাদের বন্ধু আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে।’
সৌরভের আরেক বন্ধু আদনান হাবিব খান বলেন, ‘সৌরভ খুব মেধাবী একজন ছাত্র ও আমাদের একজন ভালো বন্ধু। ওর চিকিৎসা না হলে আমরা কেমনে ঘরে বসে থাকি। আমরা চাই সৌরভ আমাদের মাঝে ফিরে আসুক। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, আপনারা আমার বন্ধুর জন্য একটু হলেও সাহায্য করুন।’
এ ছাড়া, রমিম, ফিরোজ, রাফি, নিবিড়সহ সৌরভের অন্য বন্ধুরাও সৌরভ সুস্থ হয়ে ফিরে আসবে বলে ‘ক্যানসার আক্রান্ত সৌরভের জন্য আর্থিক সাহায্যের আবেদন’ বাক্স নিয়ে ঘুরছে। চিকিৎসা বাবদ সহযোগিতার স্বার্থে সৌরভের বন্ধু মাসুমের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা হলো। ডাচ্-বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে—২১৮১০৫০০১৮২৯৭।
কোলন ক্যানসারে আক্রান্ত বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সৌরভ কুমার বালা (২২)। ২০২১ সালের মার্চে তাঁর শরীরে এ রোগ শনাক্তের পর মা-বাবা সামর্থ্যের শেষটুকু পর্যন্ত চিকিৎসা চালান। পরিবারের সক্ষমতা শেষ হয়ে যাওয়ায় সৌরভের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে সাহায্যের বাক্স নিয়ে সড়কে সড়কে ঘুরছেন তাঁর সহপাঠী ও বন্ধুরা। হাসিখুশি সৌরভকে আবারও ক্যাম্পাসে ফিরে পেতে চান তাঁরা।
সৌরভ পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা অমির কুমার বালার ছেলে। অমির কুমার পেশায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তাঁর দুই ছেলের মধ্যে সৌরভ বড়। সৌরভ ২০১৫ সালে পটুয়াখালী সরকারি জুবলী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাস করেন। ২০১৭ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। সর্বশেষ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের হিসাবরক্ষণ বিভাগে ভর্তি হন। তিনি স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সৌরভকে এরই মধ্যে ৯টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। এখন তাঁর দুটি অপারেশনের জন্য ৮ লাখ টাকা দরকার। বর্তমানে সৌরভ ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। তাই সৌরভের বন্ধুরা মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরছেন। এ পর্যন্ত তাঁরা ১ লাখ ১২ হাজার ৮৭১ টাকা সহায়তা পেয়েছেন বলে জানান। সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তাঁরা।
সৌরভের বন্ধু আমিও পাল তূর্য বলেন, ‘সৌরভ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই আমাদের মনমানসিকতা ঠিক নেই। পরে যখন শুনলাম টাকার জন্য সৌরভের সার্জারি করা যাচ্ছে না। তখন আমাদের এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুরা মিলে ওর চিকিৎসার চালানোর জন্য এই উদ্যোগ নিই। আমরা প্রতিদিন সকাল-বিকেল এই বাক্স নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই। যাতে করে মানুষের একটু সহযোগিতার জন্য আমাদের বন্ধু আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে।’
সৌরভের আরেক বন্ধু আদনান হাবিব খান বলেন, ‘সৌরভ খুব মেধাবী একজন ছাত্র ও আমাদের একজন ভালো বন্ধু। ওর চিকিৎসা না হলে আমরা কেমনে ঘরে বসে থাকি। আমরা চাই সৌরভ আমাদের মাঝে ফিরে আসুক। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, আপনারা আমার বন্ধুর জন্য একটু হলেও সাহায্য করুন।’
এ ছাড়া, রমিম, ফিরোজ, রাফি, নিবিড়সহ সৌরভের অন্য বন্ধুরাও সৌরভ সুস্থ হয়ে ফিরে আসবে বলে ‘ক্যানসার আক্রান্ত সৌরভের জন্য আর্থিক সাহায্যের আবেদন’ বাক্স নিয়ে ঘুরছে। চিকিৎসা বাবদ সহযোগিতার স্বার্থে সৌরভের বন্ধু মাসুমের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা হলো। ডাচ্-বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে—২১৮১০৫০০১৮২৯৭।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে