নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিসংতায় অস্থিরতা বাড়ছে। গত ২১ মে অনুষ্ঠিত এই উপজেলার ভোটে বিজয়ী হন চেয়ারম্যান প্রার্থী আলতাফ মাহমুদ দিপু। তিনি সংরক্ষিত সংসদ সদস্য ড. শাম্মী আহমেদের সমর্থক। এর পরদিন থেকেই সেখানে হামলা, মারধর ঘাট দখলের মত ডজনখানেক অঘটন ঘটে। এতে কমপক্ষে ১২ জন আহত হন। হামলার শিকার নেতা কর্মীরা এমপি পংকজ অনুসারী। দুই এমপির অনুসারীদের মধ্যে বিরোধের কারনে ভোটের পর উপজেলার অন্তত ৫টি ইউপিতে সহিংসতা দেখা দেয়। মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।
আহতরা জানিয়েছেন, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদারের সমর্থকেরা এ হামলা করেছ। আহতরা সকলে পরাজিত প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর সমর্থক।
রাজু ঢালী স্থানীয় স্বতন্ত্র এমপি পঙ্কজ নাথ সমর্থিত এবং সংরক্ষিত আসনের এমপি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ সমর্থিত প্রার্থী দিপু সিকদার।
জানা গেছে, ভোটের দিন গত ২১ মে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মেমানিয়া ইউনিয়নের যাহা বাক্স সরদারের ছেলে বারেক সরদারকে (৩৫) এলোপাতাড়ি মারধর ও কুঠার দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
পরদিন ২২ মে মেমানিয়ায় স্থানীয় সুফিয়ান সরদারের তিনটি ট্রলারসহ মোট ৫টি ট্রলার ভাঙচুর করা হয়। এছাড়া মামুন সরদারের স্পিড বোট ভাঙচুর করারও অভিযোগ উঠে। হামলা ও ভাঙচুর নেতৃত্ব দিয়েছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ওহাব আলী গোলদারের ছেলে মাইনুল ও ইউসুফ সরদার।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ী সুফিয়ান সরদার বলেন, ‘আমরা রাজুর সমর্থন করায় বিজয় মিছিল থেকে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় মালার প্রক্রিয়া চলছে। ওসি তদন্ত এসে বারেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
এ ছাড়া ২২ মে সন্ধ্যার দিকে উপজেলা সদরের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের ভাই লিটন ও আলামিন এর ওপরে স্থানীয় ইউপি সদস্য ঘোড়া প্রতীকের কর্মী ঝন্টু ব্যাপারী ও তার ভাই কুট্টি ব্যাপারী নেতৃত্বে মারধর করা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম এর স্বামী গিয়াস উদ্দিন মাস্টার এ তথ্য জানিয়েছেন।
ওই রাতেই উপজেলা সদরের খুন্ন গোবিন্দপুর গ্রামের হাসেম বেকারির ছেলে ইয়াসিনকে মারধর করা হলে তাকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিংড়ি প্রতীকের সমর্থন করায় স্থানীয় কুট্টি ও ঝন্টু তাকে মারধর করে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তবে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য ঝন্টু ব্যাপারী বলেন, ‘ঝামেলা হয়েছিল। পরে মিটিয়ে দিয়েছে। বিজায়ী চেয়ারম্যান দিপু ভাই বলেছে সমাধান করবেন।’
এদিকে হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি এলাকায় রাত ৮টার দিকে জয়নাল আবেদিন খানের ছেলে আলমগীর খানকে ঘোড়া প্রতীকের অনুসারী স্থানীয় ইউপি সদস্য লিটন সরকারের নির্দেশে নুরুজ্জামান সরদারের ছেলে আলামিন ও তার দলবল মারধর করেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পুরাতন হিজলায় বারেক রাঢ়ির নেতৃত্বে পংকজ অনুসারী মাইদুল রাঢ়ির পারাপারের খেয়া বন্ধ করে দেয় শাম্মী অনুসারীরা। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দিয়েছে।
অভিযুক্ত বারেক রাঢ়ি এ প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার বলেন, ‘নির্বাচনের পর যে হামলা ও দখলবাজী হয়েছে তা বন্ধ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এ উপজেলায়।’
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের আহমেদ বলেন, ‘নির্বাচনের পর রাতে একজনকে কোপানো হয়েছে। এ ছাড়া হামলা ও ঘাট দখলের অভিযোগ আমি পাইনি।’
স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের পর হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য হামলার ঘটনা ঘটেছে। তাতে আহত রয়েছেন ৮-১০ জন। দখল করা হয়েছে খেয়া ঘাট।’
তিনি বলেন, ‘এমপি ড. শাম্মী ও নির্বাচিত চেয়ারম্যান দিপু বাহিনীর অত্যাচারে হিজলার মানুষ অতিষ্ঠ। তিনি জেলা পুলিশ সুপারকে সার্বিক বিষয় অবহিত করেছেন। কিন্তু ওসি এসপিকে ভুল তথ্য দিচ্ছে।’
এ ব্যাপারে সংরক্ষিত আসনের এমপি ড. শাম্মী আহমেদ বলেন, ‘আমাকে জিজ্ঞেস করার আগে প্রশাসনকে জিজ্ঞেস করেন। আমি তো নির্বাচনী এলাকায় আসিনি। যাকে কুপিয়েছে সে দিপুর লোক। সেখানে কোনো সহিংসতা ঘটেনি। এমপি পংকজ বলছেন যে আমার লোক হামলা করেছে। আমার লোক কি করে হয় তারা?’
বরিশালের হিজলা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিসংতায় অস্থিরতা বাড়ছে। গত ২১ মে অনুষ্ঠিত এই উপজেলার ভোটে বিজয়ী হন চেয়ারম্যান প্রার্থী আলতাফ মাহমুদ দিপু। তিনি সংরক্ষিত সংসদ সদস্য ড. শাম্মী আহমেদের সমর্থক। এর পরদিন থেকেই সেখানে হামলা, মারধর ঘাট দখলের মত ডজনখানেক অঘটন ঘটে। এতে কমপক্ষে ১২ জন আহত হন। হামলার শিকার নেতা কর্মীরা এমপি পংকজ অনুসারী। দুই এমপির অনুসারীদের মধ্যে বিরোধের কারনে ভোটের পর উপজেলার অন্তত ৫টি ইউপিতে সহিংসতা দেখা দেয়। মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।
আহতরা জানিয়েছেন, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদারের সমর্থকেরা এ হামলা করেছ। আহতরা সকলে পরাজিত প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর সমর্থক।
রাজু ঢালী স্থানীয় স্বতন্ত্র এমপি পঙ্কজ নাথ সমর্থিত এবং সংরক্ষিত আসনের এমপি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ সমর্থিত প্রার্থী দিপু সিকদার।
জানা গেছে, ভোটের দিন গত ২১ মে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মেমানিয়া ইউনিয়নের যাহা বাক্স সরদারের ছেলে বারেক সরদারকে (৩৫) এলোপাতাড়ি মারধর ও কুঠার দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
পরদিন ২২ মে মেমানিয়ায় স্থানীয় সুফিয়ান সরদারের তিনটি ট্রলারসহ মোট ৫টি ট্রলার ভাঙচুর করা হয়। এছাড়া মামুন সরদারের স্পিড বোট ভাঙচুর করারও অভিযোগ উঠে। হামলা ও ভাঙচুর নেতৃত্ব দিয়েছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ওহাব আলী গোলদারের ছেলে মাইনুল ও ইউসুফ সরদার।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ী সুফিয়ান সরদার বলেন, ‘আমরা রাজুর সমর্থন করায় বিজয় মিছিল থেকে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় মালার প্রক্রিয়া চলছে। ওসি তদন্ত এসে বারেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
এ ছাড়া ২২ মে সন্ধ্যার দিকে উপজেলা সদরের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের ভাই লিটন ও আলামিন এর ওপরে স্থানীয় ইউপি সদস্য ঘোড়া প্রতীকের কর্মী ঝন্টু ব্যাপারী ও তার ভাই কুট্টি ব্যাপারী নেতৃত্বে মারধর করা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম এর স্বামী গিয়াস উদ্দিন মাস্টার এ তথ্য জানিয়েছেন।
ওই রাতেই উপজেলা সদরের খুন্ন গোবিন্দপুর গ্রামের হাসেম বেকারির ছেলে ইয়াসিনকে মারধর করা হলে তাকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিংড়ি প্রতীকের সমর্থন করায় স্থানীয় কুট্টি ও ঝন্টু তাকে মারধর করে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তবে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য ঝন্টু ব্যাপারী বলেন, ‘ঝামেলা হয়েছিল। পরে মিটিয়ে দিয়েছে। বিজায়ী চেয়ারম্যান দিপু ভাই বলেছে সমাধান করবেন।’
এদিকে হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি এলাকায় রাত ৮টার দিকে জয়নাল আবেদিন খানের ছেলে আলমগীর খানকে ঘোড়া প্রতীকের অনুসারী স্থানীয় ইউপি সদস্য লিটন সরকারের নির্দেশে নুরুজ্জামান সরদারের ছেলে আলামিন ও তার দলবল মারধর করেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পুরাতন হিজলায় বারেক রাঢ়ির নেতৃত্বে পংকজ অনুসারী মাইদুল রাঢ়ির পারাপারের খেয়া বন্ধ করে দেয় শাম্মী অনুসারীরা। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দিয়েছে।
অভিযুক্ত বারেক রাঢ়ি এ প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার বলেন, ‘নির্বাচনের পর যে হামলা ও দখলবাজী হয়েছে তা বন্ধ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এ উপজেলায়।’
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের আহমেদ বলেন, ‘নির্বাচনের পর রাতে একজনকে কোপানো হয়েছে। এ ছাড়া হামলা ও ঘাট দখলের অভিযোগ আমি পাইনি।’
স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের পর হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য হামলার ঘটনা ঘটেছে। তাতে আহত রয়েছেন ৮-১০ জন। দখল করা হয়েছে খেয়া ঘাট।’
তিনি বলেন, ‘এমপি ড. শাম্মী ও নির্বাচিত চেয়ারম্যান দিপু বাহিনীর অত্যাচারে হিজলার মানুষ অতিষ্ঠ। তিনি জেলা পুলিশ সুপারকে সার্বিক বিষয় অবহিত করেছেন। কিন্তু ওসি এসপিকে ভুল তথ্য দিচ্ছে।’
এ ব্যাপারে সংরক্ষিত আসনের এমপি ড. শাম্মী আহমেদ বলেন, ‘আমাকে জিজ্ঞেস করার আগে প্রশাসনকে জিজ্ঞেস করেন। আমি তো নির্বাচনী এলাকায় আসিনি। যাকে কুপিয়েছে সে দিপুর লোক। সেখানে কোনো সহিংসতা ঘটেনি। এমপি পংকজ বলছেন যে আমার লোক হামলা করেছে। আমার লোক কি করে হয় তারা?’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে