জানাজায় যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল জামাই-শ্বশুরের

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৩: ৫১
Thumbnail image

জামাই-শ্বশুর মোটরসাইকেলে এক আত্মীয়ের জানাজা যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানো হলোনা তাঁদের। ভোলার বোরহানউদ্দিনে চরফ্যাশনগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিনের বৈদ্যর পোলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. মনির শরীফ (৫০) ও মো. আজগর আলী (৩০)। তাঁরা দুজন সম্পর্কে জামাই-শ্বশুর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, মোটরসাইকেলটি আজগর আলী চালাচ্ছিলেন। তাঁরা দুজনই এক নিকট আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। এ সময় বুশরা পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘মনির শরীফ ও আজগর আলী নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে চড়ে তাঁদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বৈদ্যের পোলসংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পার্শ্ববর্তী রাস্তা) থেকে মেইন সড়কে উঠতে গেলে ভোলা টু চরফ্যাশনগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তবে এ দুর্ঘটনায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।’

পুলিশ কর্মকর্তা রেজাউল করিম আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত