মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন অনশন করার পরও বিয়ে না করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী (২২)। আজ শনিবার সকালে বাবার বাড়িতে তিনি বিষ পান করেন। বর্তমানে তিনি মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রেমিকের নাম রায়হান (২৫)। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মতি মৃধার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আট মাস আগে তাঁদের দুজনের পরিচয় হয়। বিয়ের দাবিতে ওই তরুণী গত সোমবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সুবিদখালী ওই যুবকের বাড়িতে অনশনে বসেন। তবে শুক্রবার ওই নারীর বাবা জব্বার জোমাদ্দার সুবিদখালী রায়হানের বাসা থেকে মেয়েকে বাড়িতে নিয়ে যান। আজ সকালে বাবার বাড়িতেই তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
তরুণীর দাবি, সাড়ে চার বছর আগে পাশের গ্রামের একজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। সে সংসারে তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে রায়হানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিয়ের প্রলোভন দিয়ে রায়হান তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এমনকি স্বামীকে তালাক দিতেও বাধ্য করেন। এখন বিয়ের জন্য চাপ দিলে রায়হান বিয়ে করতে রাজি হচ্ছেন না। বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে পাঁচ দিন তিনি অবস্থান নেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উমর ফারুক জাবির বলেন, ‘বিষপান করা এক নারীকে তাঁর স্বজনেরা আজ সকালে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পাকস্থলী পরিষ্কার করে সুস্থ করা হয়েছে। এরপর ওই রোগী কাপড় পরিবর্তনের অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না বলে হাসপাতাল কম্পাউন্ড ত্যাগ করেন। পরবর্তী সময়ে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিষয়টি শুনে আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন অনশন করার পরও বিয়ে না করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী (২২)। আজ শনিবার সকালে বাবার বাড়িতে তিনি বিষ পান করেন। বর্তমানে তিনি মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রেমিকের নাম রায়হান (২৫)। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মতি মৃধার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আট মাস আগে তাঁদের দুজনের পরিচয় হয়। বিয়ের দাবিতে ওই তরুণী গত সোমবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সুবিদখালী ওই যুবকের বাড়িতে অনশনে বসেন। তবে শুক্রবার ওই নারীর বাবা জব্বার জোমাদ্দার সুবিদখালী রায়হানের বাসা থেকে মেয়েকে বাড়িতে নিয়ে যান। আজ সকালে বাবার বাড়িতেই তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
তরুণীর দাবি, সাড়ে চার বছর আগে পাশের গ্রামের একজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। সে সংসারে তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে রায়হানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিয়ের প্রলোভন দিয়ে রায়হান তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এমনকি স্বামীকে তালাক দিতেও বাধ্য করেন। এখন বিয়ের জন্য চাপ দিলে রায়হান বিয়ে করতে রাজি হচ্ছেন না। বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে পাঁচ দিন তিনি অবস্থান নেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উমর ফারুক জাবির বলেন, ‘বিষপান করা এক নারীকে তাঁর স্বজনেরা আজ সকালে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পাকস্থলী পরিষ্কার করে সুস্থ করা হয়েছে। এরপর ওই রোগী কাপড় পরিবর্তনের অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না বলে হাসপাতাল কম্পাউন্ড ত্যাগ করেন। পরবর্তী সময়ে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিষয়টি শুনে আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে