পুকুরে গোসলে নেমে ঢাকা কমার্স কলেজের ছাত্রের মৃত্যু 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
Thumbnail image

বরিশালের মুলাদীতে পুকুরের পানিতে ডুবে ঢাকা কমার্স কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরকালেখান গ্রামের পরেশ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত অর্পন মন্ডল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ন মন্ডলের ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজ থেকে একার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুই দিন আগে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন অর্পন। 

অর্পনের মামা শ্যামল মন্ডল বলেন, অর্পন সাঁতার জানত না। আজ দুপুরে পাশের বাড়ির লোকজনের সঙ্গে বাড়ির সামনে পুকুরে গোসলে যায়। কোনো এক সময় অর্পন পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মঈনুল ইসলাম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত