মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০ 

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ১৩: ২৫
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৫: ১২

ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লঞ্চ তাসরিফ-২ চাঁদপুরের কাছাকাছি এলাকায় এলে মেঘনা নদীর মাঝে একই রুটের লঞ্চ ফারহান-৫ পেছন থেকে ধাক্কা দেয়।

এদিকে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লঞ্চ দুটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ ঘটনায় উভয় লঞ্চের শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছে।

তাসরিফ-২ লঞ্চের যাত্রী সুমন, আরিফসহ আরও কয়েকজন জানান, ফারহান-৫ লঞ্চটি বেপরোয়া গতিতে তাসরিফ লঞ্চটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাসরিফ লঞ্চের পেছনের একাংশ ভেঙে যায়। এ সময় সুরমা (৮) নামে এক শিশুসহ ওই লঞ্চের তিন-চারজন যাত্রী আহত হন। সংঘর্ষে লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ঘুম থেকে আঁতকে ওঠে শিশুসহ সাধারণ যাত্রীরা। তারা ছোটোছুটি করতে থাকে।

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত লঞ্চ। ফারহান-৫ লঞ্চের যাত্রী রাকিব হোসেন শাহীন জানান, ফারহান লঞ্চটি বেপরোয়া গতিতে তাসরিফ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লঞ্চের যাত্রীরা কান্না শুরু করে। ক্ষুব্ধ যাত্রীরা একপর্যায়ে লঞ্চের স্টাফদের ওপর চড়াও হন। এ সময় দুই লঞ্চের শিশু ও দুই নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়।

তাসরিফ-২ লঞ্চের সহকারী ইনচার্জ মোবারক করিম বলেন, ‘ফারহান লঞ্চ ইচ্ছাকৃতভাবে আমাদের লঞ্চটিকে ধাক্কা দিয়েছে। এতে লঞ্চটির অনেক ক্ষতি হয়েছে। যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়ে।’

এ বিষয়ে ফারহান-৫ লঞ্চের কেরানি মো. আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় আমার মাস্টারের কোনো দোষ নেই। তাসরিফ-২ লঞ্চের মাস্টার বাঁ পাশ দিয়ে ওভারটেক করে আমাদের লঞ্চের সামনে এসে পড়ে। এতে আমাদের চার-পাঁচজন যাত্রী আহত হয়েছে।’ লঞ্চেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত