Ajker Patrika

দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ৫ হাজার টাকা: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২২: ৫৩
দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ৫ হাজার টাকা: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের প্রতিটি মানুষের মাথার ওপর ১ লাখ ৫ হাজার টাকা বিদেশি ঋণের বোঝা। আজ যে শিশুটি জন্ম গ্রহণ করছে, সেই শিশুটিকেও ১ লাখ ৫ হাজার টাকার ঋণের বোঝা নিতে হচ্ছে। গত ১৫ বছরে কমপক্ষে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন। 

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশের নির্বাচন নিয়ে আমেরিকা, চীনসহ বড় বড় শক্তিশালী রাষ্ট্র নাক গলাচ্ছে। বিদেশিদের হস্তক্ষেপের পথ দেখিয়েছে আওয়ামী লীগ। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং দিনের ভোট রাতে করা না হলে দেশের এই অবস্থা হতো না। 

ফয়জুল করীম আরও বলেন, ‘দিনের ভোট রাতে করে, কারচুপি করে আর ক্ষমতায় আসা যাবে না। এ দেশে জনগণ সেটা আর করতে দেবে না। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানাই।’ 

ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।  সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। এ সময় ইসলামী আন্দোলন ও ছাত্র আন্দোলনে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত