পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কর্মিসভা উপলক্ষে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়েছেন প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন। আজ বুধবার স্কুলে গিয়ে এ চিত্র দেখা গেছে। সময়ের আগে কী কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছে, তা জানে না শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে বাহেরচর বাজারে স্কুলগেটের সামনে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ছাত্রলীগের নেতারা। কর্মিসভা উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন। এ ছাড়া ছাত্রলীগের পদপ্রত্যাশী এক নেতার সঙ্গে তিন শিক্ষার্থীকে মিছিলে অংশগ্রহণ করার জন্য পাঠিয়ে দেন তিনি। নির্দিষ্ট সময় কিংবা জরুরি প্রয়োজনে স্কুল ছুটি দেওয়া হলে সভাপতি, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার কথা থাকলেও এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা করতে হলে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। শুধু তা-ই নয়, বিশেষ তদবির, মূল্যায়ন এবং সম্মান রক্ষার্থে স্কুলের তিনজন ছাত্রীকে ছাত্রলীগের পদপ্রত্যাশী এক নেতার সঙ্গে মিছিলে পাঠিয়েছি।’
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাঙ্গাবালীতে কমিটি নেই। তাই আমরা কর্মিসভার আয়োজন করেছি। তবে স্কুল বন্ধ দিতে আমরা কাউকে বলিনি। আর স্কুল বন্ধ দিয়ে থাকলে প্রধান শিক্ষক দিয়েছেন। এটি তাঁর ব্যাপার। এ বিষয়ে আমরা অবগতও না।’
পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, খোঁজখবর নিয়ে দেখছি।’
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘যেভাবে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে, এটা ন্যূনতম নিয়মশৃঙ্খলা ও বিধিমালা পরিপন্থী। স্কুল ছুটির ব্যাপারে আমাকে অবগত করা হয়নি, শিগগির এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কর্মিসভা উপলক্ষে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়েছেন প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন। আজ বুধবার স্কুলে গিয়ে এ চিত্র দেখা গেছে। সময়ের আগে কী কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছে, তা জানে না শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে বাহেরচর বাজারে স্কুলগেটের সামনে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ছাত্রলীগের নেতারা। কর্মিসভা উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন। এ ছাড়া ছাত্রলীগের পদপ্রত্যাশী এক নেতার সঙ্গে তিন শিক্ষার্থীকে মিছিলে অংশগ্রহণ করার জন্য পাঠিয়ে দেন তিনি। নির্দিষ্ট সময় কিংবা জরুরি প্রয়োজনে স্কুল ছুটি দেওয়া হলে সভাপতি, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার কথা থাকলেও এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা করতে হলে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। শুধু তা-ই নয়, বিশেষ তদবির, মূল্যায়ন এবং সম্মান রক্ষার্থে স্কুলের তিনজন ছাত্রীকে ছাত্রলীগের পদপ্রত্যাশী এক নেতার সঙ্গে মিছিলে পাঠিয়েছি।’
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাঙ্গাবালীতে কমিটি নেই। তাই আমরা কর্মিসভার আয়োজন করেছি। তবে স্কুল বন্ধ দিতে আমরা কাউকে বলিনি। আর স্কুল বন্ধ দিয়ে থাকলে প্রধান শিক্ষক দিয়েছেন। এটি তাঁর ব্যাপার। এ বিষয়ে আমরা অবগতও না।’
পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, খোঁজখবর নিয়ে দেখছি।’
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘যেভাবে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে, এটা ন্যূনতম নিয়মশৃঙ্খলা ও বিধিমালা পরিপন্থী। স্কুল ছুটির ব্যাপারে আমাকে অবগত করা হয়নি, শিগগির এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১৬ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে