আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের আবাসিক ভবন দীর্ঘদিন সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানের দেয়াল ফেটে আরও ঝুঁকিপূর্ণ হয়েছে। যেকোনো মুহূর্তে ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ভবনগুলো দীর্ঘদিন সংস্কারকাজ না করায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজনসহ কর্মচারীরা ওই জরাজীর্ণ ভবনে বসবাস করছেন। ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারের জন্য এরই মধ্যে কয়েক দফা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বসবাসের জন্য ১৯৮৬ সালে আবাসিক ভবনটি নির্মাণ করা হয়। দ্বিতল ভবনটিতে চারটি পরিবার বসবাস করে আসছে। ভবনটি বসবাসের অযোগ্য হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংস্কারের জন্য লিখিত আবেদন করে। চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবনটি বর্তমানে এতই ঝুঁকিপূর্ণ যে তা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এরই মধ্যে সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানের দেয়াল ফেটে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে ওই ভবনের ছাদ থেকে পানি পড়ে ঘরের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।
ওই ভবনে বসবাসরত হাসপাতালের ওয়ার্ডবয় আলী হোসেন বলেন, `আমি ও আমার পরিবার ঝুঁকি নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে এই ভবনে বসবাস করছি। এর আগে ছাদের কিছু অংশ ধসে পড়ে একটি খাট ভেঙে গেছে। মৃত্যুর আশঙ্কা মাথায় নিয়ে ওই ভবনে বসবাস করছি। যেকোনো সময় ভবনটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, ভবনগুলো এতই ঝুঁকিপূর্ণ যে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ভালো কোনো আবাসিক ভবন না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা ভবনগুলোতে পরিবার নিয়ে বসবাস করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য লিখিত আবেদন করা হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের আবাসিক ভবন দীর্ঘদিন সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানের দেয়াল ফেটে আরও ঝুঁকিপূর্ণ হয়েছে। যেকোনো মুহূর্তে ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ভবনগুলো দীর্ঘদিন সংস্কারকাজ না করায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজনসহ কর্মচারীরা ওই জরাজীর্ণ ভবনে বসবাস করছেন। ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারের জন্য এরই মধ্যে কয়েক দফা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বসবাসের জন্য ১৯৮৬ সালে আবাসিক ভবনটি নির্মাণ করা হয়। দ্বিতল ভবনটিতে চারটি পরিবার বসবাস করে আসছে। ভবনটি বসবাসের অযোগ্য হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংস্কারের জন্য লিখিত আবেদন করে। চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবনটি বর্তমানে এতই ঝুঁকিপূর্ণ যে তা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এরই মধ্যে সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানের দেয়াল ফেটে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে ওই ভবনের ছাদ থেকে পানি পড়ে ঘরের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।
ওই ভবনে বসবাসরত হাসপাতালের ওয়ার্ডবয় আলী হোসেন বলেন, `আমি ও আমার পরিবার ঝুঁকি নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে এই ভবনে বসবাস করছি। এর আগে ছাদের কিছু অংশ ধসে পড়ে একটি খাট ভেঙে গেছে। মৃত্যুর আশঙ্কা মাথায় নিয়ে ওই ভবনে বসবাস করছি। যেকোনো সময় ভবনটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, ভবনগুলো এতই ঝুঁকিপূর্ণ যে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ভালো কোনো আবাসিক ভবন না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা ভবনগুলোতে পরিবার নিয়ে বসবাস করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য লিখিত আবেদন করা হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৫টি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার মধ্যরাতে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মুসল্লিবাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মাইনুল ইসলামকে আটক করা হয়। ওই বাড়িসংলগ্ন মসজিদে আগে ইমামতি করতেন মাইনুল। বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে...
১৩ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না।’
২৫ মিনিট আগেবগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নির্যাতনের শিকার এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলাটি করেন।
২ ঘণ্টা আগে