সংরক্ষিত আসনে নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৯: ০৪
আপডেট : ১৭ জুন ২০২৩, ১৯: ৩৩

সংরক্ষিত আসনে নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে নারীরা মানববন্ধন করেছেন। নগরীর অশ্বিনীকুমার হলের সামনে আজ শনিবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করেন। এ সময় রাজনৈতিক দলগুলোয় সব পর্যায়ে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানানো হয়। 

বরিশাল জেলা মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বেসরকারি সংস্থা চন্দ্রদীপের পরিচালক জাহানারা বেগম স্বপ্না, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, আইসিডির উপদেষ্টা আনোয়ার জাহিদ প্রমুখ। 

মানববন্ধনে নারী নেত্রীরা বলেন, ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনে একজন নারী প্রার্থী ১৫ হাজার ভোটারের ভোট সংগ্রহে যুদ্ধ করেছেন । আর একজন সাধারণ পুরুষ প্রার্থী মাত্র ৪ হাজার ভোটারের ভোট সংগ্রহে যুদ্ধ করেছেন। যা নারীদের বেলায় তিনগুণেরও বেশি হয়ে দাঁড়ায়। এই স্পর্শকাতর জায়গাটিকে পরিবর্তন আনতে হবে। অবিলম্বে আগামী সংসদ নির্বাচনসহ অন্য সব নির্বাচনে কমপক্ষে ৩৩ ভাগ সাধারণ আসনে মনোনয়নের দাবি জানান বক্তারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত