যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২০ মে ২০২৪, ২১: ০০

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে বরিশালে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ড প্রাপ্ত এএসআই ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। তিনি ভোলার কলাতলীরচর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। মামলা দায়েরের পর ঈশা খান সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বেঞ্চ সহকারী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা শাহনাজ আফরোজকে বিয়ে করেন ঈশা। বিয়ের সময় তাকে আড়াই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরপর আরও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে। এতে স্ত্রী শাহনাজ পারভীনের গর্ভপাত হয়। এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাহনাজ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত