নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরের চৌমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওপর হামলা চালানো হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা এপিবিএন এর একটি পিকআপ ভ্যান এবং সড়কের পাশের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুরে আন্দোলন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, তিনি শুনেছেন এপিবিএন এর একটি গাড়ি ও তাদের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে।
চৌমাথার একাধিক ব্যবসায়ী জানান, নথুল্লাবাদে আন্দোলনকারী বৈষম্য বিরোধীরা চৌমাথার দিকে আসছিল। বেলা ২টার পরে চৌমাথা মোড়ে পৌঁছালে তাদের সামনে এপিবিএন এর একটি খাবার বহনকারী পিকআপ পড়ে। ওই পিকআপের ওপর হামলা করে ভাঙচুর এবং মহাসড়কের ওপর উল্টে ফেলে আন্দোলনকারীরা। পিকআপে থাকা এপিবিএন এর চারজন সদস্যকে মারধর করলে পাশের মসজিদে আশ্রয় নেয় তাঁরা। এ সময় সড়কের বিপরীতে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বক্সও ভাঙচুর চালায়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এপিবিএন এর পিকআপ যাওয়াকালে আন্দোলনকারীরা হামলা করে গাড়িটি ভাঙচুর ও উল্টে ফেলে। পাশের ট্রাফিক বক্সও ভাঙচুর করা হয়। এ ঘটনায় এপিবিএনের ৪ সদস্য আহত হয়েছেন।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক সুজয় শুভ বলেন, চৌমাথায় ট্রাফিক বক্স ও এপিবিএন এর গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে তারা মনে করেন।
বরিশাল নগরের চৌমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওপর হামলা চালানো হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা এপিবিএন এর একটি পিকআপ ভ্যান এবং সড়কের পাশের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুরে আন্দোলন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, তিনি শুনেছেন এপিবিএন এর একটি গাড়ি ও তাদের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে।
চৌমাথার একাধিক ব্যবসায়ী জানান, নথুল্লাবাদে আন্দোলনকারী বৈষম্য বিরোধীরা চৌমাথার দিকে আসছিল। বেলা ২টার পরে চৌমাথা মোড়ে পৌঁছালে তাদের সামনে এপিবিএন এর একটি খাবার বহনকারী পিকআপ পড়ে। ওই পিকআপের ওপর হামলা করে ভাঙচুর এবং মহাসড়কের ওপর উল্টে ফেলে আন্দোলনকারীরা। পিকআপে থাকা এপিবিএন এর চারজন সদস্যকে মারধর করলে পাশের মসজিদে আশ্রয় নেয় তাঁরা। এ সময় সড়কের বিপরীতে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বক্সও ভাঙচুর চালায়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এপিবিএন এর পিকআপ যাওয়াকালে আন্দোলনকারীরা হামলা করে গাড়িটি ভাঙচুর ও উল্টে ফেলে। পাশের ট্রাফিক বক্সও ভাঙচুর করা হয়। এ ঘটনায় এপিবিএনের ৪ সদস্য আহত হয়েছেন।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক সুজয় শুভ বলেন, চৌমাথায় ট্রাফিক বক্স ও এপিবিএন এর গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে তারা মনে করেন।
মঞ্চ, চেয়ার কোনো কিছুই অক্ষত নেই। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। দেয়ালে জন্মানো গাছের শেকড় ছিন্নভিন্ন করে ফেলেছে কাঠামো। সিঁড়িতেও জন্মেছে গাছ। ছাদে পানি পড়ে শ্যাওলা জন্মেছে। রাতে এখানে প্রবেশ তো দূরের কথা...
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগেযশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জ
৫ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাকাতির মামলার অভিযোগ না নেওয়া ও তদন্তে বিলম্বের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে