বরিশালে পুলিশ বক্স ও এপিবিএনের গাড়ি ভাঙচুর, আহত ৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৮: ৪৯
Thumbnail image

বরিশাল নগরের চৌমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওপর হামলা চালানো হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা এপিবিএন এর একটি পিকআপ ভ্যান এবং সড়কের পাশের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুরে আন্দোলন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, তিনি শুনেছেন এপিবিএন এর একটি গাড়ি ও তাদের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। 

চৌমাথার একাধিক ব্যবসায়ী জানান, নথুল্লাবাদে আন্দোলনকারী বৈষম্য বিরোধীরা চৌমাথার দিকে আসছিল। বেলা ২টার পরে চৌমাথা মোড়ে পৌঁছালে তাদের সামনে এপিবিএন এর একটি খাবার বহনকারী পিকআপ পড়ে। ওই পিকআপের ওপর হামলা করে ভাঙচুর এবং মহাসড়কের ওপর উল্টে ফেলে আন্দোলনকারীরা। পিকআপে থাকা এপিবিএন এর চারজন সদস্যকে মারধর করলে পাশের মসজিদে আশ্রয় নেয় তাঁরা। এ সময় সড়কের বিপরীতে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বক্সও ভাঙচুর চালায়। 

এপিবিএনের গাড়ি ভাঙচুর করা হয়কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এপিবিএন এর পিকআপ যাওয়াকালে আন্দোলনকারীরা হামলা করে গাড়িটি ভাঙচুর ও উল্টে ফেলে। পাশের ট্রাফিক বক্সও ভাঙচুর করা হয়। এ ঘটনায় এপিবিএনের ৪ সদস্য আহত হয়েছেন। 

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক সুজয় শুভ বলেন, চৌমাথায় ট্রাফিক বক্স ও এপিবিএন এর গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে তারা মনে করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত