প্রতিনিধি
মেহেন্দীগঞ্জ (বরিশাল): বরিশালের মেহেন্দীগঞ্জে গত দেড় মাসে ৪ জন খুন হয়েছেন। উপজেলার উত্তর ও দক্ষিণ উড়ানিয়া ঘটা এ হত্যাকাণ্ডের মূল কারণ আওয়ামী লীগের দুই পক্ষে আধিপত্যের লড়াই এবং মেঘনা নদীর মৎস্য সম্পদ, বিশাল চর দখল । এর একাংশে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী এবং অপরাংশে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবুদল্লাহ এমপির অনুসারী।
এই দুই গ্রুপের মধ্যে সর্বশেষ রক্তক্ষয়ী সংঘাতের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের সলথি লক্ষীপুর গ্রামে সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত সিদ্দিকুর রহমানের (২৮) দিনমজুরের আয়ে চলতো তার মা ও অবিবাহিত এক বোনের সংসার। ঘটনার দিন গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ঢালী পরিবারের বিয়ের অনুষ্ঠানে দিনমজুরের কাজ করতে গিয়েছিল সিদ্দিকুর। ওই দিন ওই এলাকার আরেক প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থক ব্যাপারী পরিবারের হামলায় রাজনীতি জ্ঞানশূন্য সিদ্দিকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ঠিক ৪০ দিন আগে গত ১০ এপ্রিল গভীর রাতে ৩ কিলোমিটার দূরে সুলাতানী গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মারামারিতে খুন হয় আরও দুজন। এর মধ্যে নিহত সাইফুল ইসলাম মেঘনায় মাছ ধরে সংসার চালাতেন। তিনিও ছিলেন সিদ্দিকুরের মতো রাজনীতি জ্ঞানশূন্য।
।
স্থগিত হওয়া উত্তর উলানিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মোল্লা ওরফে জামাল এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম ওরফে মিঠু চৌধুরীর সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গত এক সপ্তাহ ধরে উত্তর উলানিয়া ইউনিয়নের আলীগঞ্জ বাজার আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলছিল। ওই সংঘর্ষের জেরেই ওই দিন ইউনিয়নের শোলদি গ্রামে আওয়ামী লীগ নেতা ঢালী পরিবারের একটি বিয়েবাড়িতে সংঘর্ষ বাধে।
শোলদি গ্রামে ওই দিন বর্তমান ইউপি সদস্য রমিজ আলীর মেয়ের ঘরের এক নাতির বিয়ের আয়োজন চলছিল। রমিজ আলী উত্তর উলানিয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য এবং স্থগিত হওয়া নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। রমিজ আলী ওই ইউপির চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মোল্লার সমর্থক। এ জন্য বিয়ের যাবতীয় আয়োজন ও প্রস্তুতি নিচ্ছিলেন চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মোল্লার সমর্থকেরাই।
রমিজ আলীর পরিবারের সদস্যরা বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কালাম ব্যাপারী ও সুমন ব্যাপারীর নেতৃত্বে ৩০-৪০ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বিয়েবাড়িতে হামলা করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চলাকালে সিদ্দিকুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করার পর তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও চারজন। তাঁদের প্রথমে পার্শ্ববর্তী পাতারহাট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে ছত্তার ঢালী মারা যান।
ওই ঘটনায় নিহতদের মরদেহ আজ শনিবার বাদ আসার জানাজায় বরিশাল থেকে ঘটনাস্থল উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলথি লক্ষীপুর গ্রামে পৌঁছায়। সেখানে জানাজা নামাজের পূর্বে এক সমাবেশে নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করার প্রতিশ্রুতি দেন। এ সময় শত শত মুসল্লি এ সব হত্যাকাণ্ডের খুনের বিচার দাবি করেন।
এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী এ কে এম জাহাঙ্গির, সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাড. মনসুর আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জানাজায় বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাজাহান বলেন, পুলিশ দোষীদের আইনের আওতার আনার প্রতিশ্রুতি দিচ্ছে। তাই স্থানীয়দের বিশৃংখলা না করার আহবান জানান।
মেহেন্দীগঞ্জ (বরিশাল): বরিশালের মেহেন্দীগঞ্জে গত দেড় মাসে ৪ জন খুন হয়েছেন। উপজেলার উত্তর ও দক্ষিণ উড়ানিয়া ঘটা এ হত্যাকাণ্ডের মূল কারণ আওয়ামী লীগের দুই পক্ষে আধিপত্যের লড়াই এবং মেঘনা নদীর মৎস্য সম্পদ, বিশাল চর দখল । এর একাংশে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী এবং অপরাংশে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবুদল্লাহ এমপির অনুসারী।
এই দুই গ্রুপের মধ্যে সর্বশেষ রক্তক্ষয়ী সংঘাতের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের সলথি লক্ষীপুর গ্রামে সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত সিদ্দিকুর রহমানের (২৮) দিনমজুরের আয়ে চলতো তার মা ও অবিবাহিত এক বোনের সংসার। ঘটনার দিন গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ঢালী পরিবারের বিয়ের অনুষ্ঠানে দিনমজুরের কাজ করতে গিয়েছিল সিদ্দিকুর। ওই দিন ওই এলাকার আরেক প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থক ব্যাপারী পরিবারের হামলায় রাজনীতি জ্ঞানশূন্য সিদ্দিকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ঠিক ৪০ দিন আগে গত ১০ এপ্রিল গভীর রাতে ৩ কিলোমিটার দূরে সুলাতানী গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মারামারিতে খুন হয় আরও দুজন। এর মধ্যে নিহত সাইফুল ইসলাম মেঘনায় মাছ ধরে সংসার চালাতেন। তিনিও ছিলেন সিদ্দিকুরের মতো রাজনীতি জ্ঞানশূন্য।
।
স্থগিত হওয়া উত্তর উলানিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মোল্লা ওরফে জামাল এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম ওরফে মিঠু চৌধুরীর সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গত এক সপ্তাহ ধরে উত্তর উলানিয়া ইউনিয়নের আলীগঞ্জ বাজার আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলছিল। ওই সংঘর্ষের জেরেই ওই দিন ইউনিয়নের শোলদি গ্রামে আওয়ামী লীগ নেতা ঢালী পরিবারের একটি বিয়েবাড়িতে সংঘর্ষ বাধে।
শোলদি গ্রামে ওই দিন বর্তমান ইউপি সদস্য রমিজ আলীর মেয়ের ঘরের এক নাতির বিয়ের আয়োজন চলছিল। রমিজ আলী উত্তর উলানিয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য এবং স্থগিত হওয়া নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। রমিজ আলী ওই ইউপির চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মোল্লার সমর্থক। এ জন্য বিয়ের যাবতীয় আয়োজন ও প্রস্তুতি নিচ্ছিলেন চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মোল্লার সমর্থকেরাই।
রমিজ আলীর পরিবারের সদস্যরা বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কালাম ব্যাপারী ও সুমন ব্যাপারীর নেতৃত্বে ৩০-৪০ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বিয়েবাড়িতে হামলা করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চলাকালে সিদ্দিকুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করার পর তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও চারজন। তাঁদের প্রথমে পার্শ্ববর্তী পাতারহাট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে ছত্তার ঢালী মারা যান।
ওই ঘটনায় নিহতদের মরদেহ আজ শনিবার বাদ আসার জানাজায় বরিশাল থেকে ঘটনাস্থল উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলথি লক্ষীপুর গ্রামে পৌঁছায়। সেখানে জানাজা নামাজের পূর্বে এক সমাবেশে নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করার প্রতিশ্রুতি দেন। এ সময় শত শত মুসল্লি এ সব হত্যাকাণ্ডের খুনের বিচার দাবি করেন।
এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী এ কে এম জাহাঙ্গির, সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাড. মনসুর আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জানাজায় বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাজাহান বলেন, পুলিশ দোষীদের আইনের আওতার আনার প্রতিশ্রুতি দিচ্ছে। তাই স্থানীয়দের বিশৃংখলা না করার আহবান জানান।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে