পিরোজপুর প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘গণতন্ত্রের বিরুদ্ধে যত কাজ, সব করেছে আওয়ামী লীগ। বিএনপি বারবার গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এবার গণতন্ত্রকে পুনর্জীবন দান করার জন্য লড়াইয়ে নেমেছি। আমরাই আবার দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব ইনশা আল্লাহ।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘দেশের জনগণকে নিয়ে অনির্বাচিত সরকারকে প্রতিহত করে আমাদের এক দফা দাবি আদায় করে ঘরে ফিরব।’
আজ শনিবার বিকেলে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় বরিশাল বিভাগের রোডমার্চের শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নজরুল ইসলাম এসব কথা বলেন।
সমাবেশে নজরুল ইসলাম বলেন, ‘জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ। এসব বিষয়ে কথা বলতে গেলে মায়েদের, শিশুদের এমনকি সাংবাদিকদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে।’
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হয় রোডমার্চ। এরপর রূপাতলী হয়ে রোডমার্চটি ঝালকাঠি এলজিইডি মোড় হয়ে রাজাপুর, ভান্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে শেষ হয়।
রোডমার্চ কর্মসূচিতে শেষে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
বিএনপির যুগ্ম মহাসচিব ও বিভাগীয় রোডমার্চের প্রধান সমন্বয়কারী হারুন অর রশিদ, রোডমার্চ বাস্তবায়ন কমিটির দলনেতা, সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিভাগীয় ও জেলা বিএনপির বিভিন্ন নেতা সমাবেশে বক্তব্য দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘গণতন্ত্রের বিরুদ্ধে যত কাজ, সব করেছে আওয়ামী লীগ। বিএনপি বারবার গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এবার গণতন্ত্রকে পুনর্জীবন দান করার জন্য লড়াইয়ে নেমেছি। আমরাই আবার দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব ইনশা আল্লাহ।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘দেশের জনগণকে নিয়ে অনির্বাচিত সরকারকে প্রতিহত করে আমাদের এক দফা দাবি আদায় করে ঘরে ফিরব।’
আজ শনিবার বিকেলে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় বরিশাল বিভাগের রোডমার্চের শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নজরুল ইসলাম এসব কথা বলেন।
সমাবেশে নজরুল ইসলাম বলেন, ‘জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ। এসব বিষয়ে কথা বলতে গেলে মায়েদের, শিশুদের এমনকি সাংবাদিকদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে।’
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হয় রোডমার্চ। এরপর রূপাতলী হয়ে রোডমার্চটি ঝালকাঠি এলজিইডি মোড় হয়ে রাজাপুর, ভান্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে শেষ হয়।
রোডমার্চ কর্মসূচিতে শেষে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
বিএনপির যুগ্ম মহাসচিব ও বিভাগীয় রোডমার্চের প্রধান সমন্বয়কারী হারুন অর রশিদ, রোডমার্চ বাস্তবায়ন কমিটির দলনেতা, সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিভাগীয় ও জেলা বিএনপির বিভিন্ন নেতা সমাবেশে বক্তব্য দেন।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে