তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একপর্যায়ে বিএনপির ধাওয়ায় পিছু হটেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করেন।
বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতা কর্মী আহত হন। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পিছু হটে। এর পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রেজবি উল কবিরের ঘরে উঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপির সভাস্থলে হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে চেয়ার ভাঙচুর করেছে তারা।’
ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু বলেন, ‘বিএনপির গণ-অবস্থানে বসে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেওয়ায় আমরা এর প্রতিবাদ জানিয়েছি। এতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’
ঘটনাস্থলে থাকা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু বলেন, ‘আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতা কর্মীরা শান্তি পূর্ণ সমাবেশ করছিলাম সেখানে বিএনপি–জামায়াতের সন্ত্রাসী বাহিনীরা আমাদের ওপর হামলা চালায়। আমরাও প্রতিবাদ জানিয়েছি। এতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীরা লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা পিছু হটতে বাধ্য হই। আমরা বিএনপির সভায় হামলা চালাইনি তারা মিথ্যাচার করছে।’
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে ঢাকা যাইতেছি। বিএনপি-জামায়াত এ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তা ছাড়া আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। উল্টো তারা (বিএনপি) আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। আমি ভিডিওতে দেখতে পেয়েছি বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘আজকের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পুলিশ দুই পক্ষের এই ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বরগুনার তালতলীতে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একপর্যায়ে বিএনপির ধাওয়ায় পিছু হটেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করেন।
বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতা কর্মী আহত হন। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পিছু হটে। এর পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রেজবি উল কবিরের ঘরে উঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপির সভাস্থলে হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে চেয়ার ভাঙচুর করেছে তারা।’
ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু বলেন, ‘বিএনপির গণ-অবস্থানে বসে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেওয়ায় আমরা এর প্রতিবাদ জানিয়েছি। এতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’
ঘটনাস্থলে থাকা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু বলেন, ‘আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতা কর্মীরা শান্তি পূর্ণ সমাবেশ করছিলাম সেখানে বিএনপি–জামায়াতের সন্ত্রাসী বাহিনীরা আমাদের ওপর হামলা চালায়। আমরাও প্রতিবাদ জানিয়েছি। এতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীরা লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা পিছু হটতে বাধ্য হই। আমরা বিএনপির সভায় হামলা চালাইনি তারা মিথ্যাচার করছে।’
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে ঢাকা যাইতেছি। বিএনপি-জামায়াত এ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তা ছাড়া আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। উল্টো তারা (বিএনপি) আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। আমি ভিডিওতে দেখতে পেয়েছি বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘আজকের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পুলিশ দুই পক্ষের এই ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৭ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৮ ঘণ্টা আগে