আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় ভিজিএফের পচা চাল বিতরণের অভিযোগ উঠেছে। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই পচা চাল সরবরাহের অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে উপকারভোগীরা বলছেন, এই চাল মানুষের খাওয়ার উপযোগী না। হাঁস-মুরগিকে খাওয়াতে হবে।
প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে এই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। বাধ্য হয়ে জনপ্রতিনিধিরা হতদরিদ্রদের মধ্যে এই চাল বিতরণ করছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে পচা চাল সরবরাহে জড়িত খাদ্যগুদাম কর্মকর্তা হুমায়ুন কবিরের শাস্তি দাবি করেছেন জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
তাঁরা জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩ হাজার ১০০ উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ১৩১ দশমিক ১০০ মেট্রিকটন চাল বরাদ্দ করেছেন। ওই চাল উপজেলা খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়। সরবরাহ করা চালের মধ্যে অন্তত ২০ মেট্রিকটন চাল পচা, পোকা খাওয়া ও কালো বলে জানান গুদামে কর্মরত শ্রমিকেরা।
অভিযোগ রয়েছে গত আমন মৌসুমে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. হুমায়ুন কবির ফাতেমা অটো রাইস মিল মালিক মো. দেলোয়ার হোসেনের সঙ্গে আঁতাত করে অন্তত ১০০ মেট্রিকটন পচা চাল সংগ্রহ করেছে। ওই চাল ভালো চালের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছেন খাদ্য গুদাম কর্মকর্তা। এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য গুদামে কর্মরত শ্রমিকেরা। ঈদে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালের মধ্যে অন্তত ২০ মেট্রিকটন পচা চাল খাদ্য গুদাম কর্মকর্তা জনপ্রতিনিধিদের সরবরাহ করেছেন। ওই চাল গত তিন দিন ধরে জনপ্রতিনিধিরা বিতরণ করছেন।
বৃহস্পতিবার গুলিশাখালী, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, জনপ্রতিনিধিরা চাল বিতরণ করা হয়েছে। বিতরণ করা চালের মধ্যে বেশির ভাগই পচা। চাল লাল, কালো ও ধূসর বর্ণ ধারণ করেছে। পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। চালের মধ্যে পোকা হাঁটছে।
গুলিশাখালী গ্রামের বৃদ্ধা ভারা ভানু বলেন, ‘সরহার (সরকার) মোগো চাউল দেছে হ্যা এ্যাকছের পচা। পোহে ধরা। এ্যা চাউল খাইতে পারমু না। হাঁস-মুরারে খাওয়াইতে অইবে। আষ্ট সার চাউল পাইলাম হ্যাও পচা। মোগো কপালই ভালো না।’
আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের সোনে আলী খাঁন বলেন, ‘চালে পোকায় ধরে নষ্ট করে ফেলেছে। ওই চাল হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়েছে। পাঁচ মেট্রিকটন চালের মধ্যে অন্তত ১০-১২ বস্তা চাল পচা বের হয়েছে।’
কুকুয়া ইউনিয়নের চরখালী গ্রামের হাকিম আলী বলেন, চাউল এ্যাকছের পচা। কি হরমু গরিব মানু এ্যাইয়াই খাইতে অইবে? সরহার ঈদে পচা চাল দেছে।
আমতলী সদর ইউনিয়নের ঝন্টু বলেন, ‘খাদ্যগুদাম থেকে পচা চাল দিয়েছে। ওই চাল আমরা পেয়েছি।’
আঠারোগাছিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মাহমুদ সেলিম বলেন, ‘খাদ্যগুদাম থেকে পচা চাল সরবরাহ করেছে। আমারতো কিছুই করার নেই। ওই চাল বিতরণ করা হয়েছে।’
গুলিশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, ‘সরকারি খাদ্যগুদাম থেকে চাল দিয়েছে, সে চাল পচা হলেও আমি বলতে পারি না।’
আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন হাওলাদার বলেন, ‘খাদ্যগুদাম থেকে পচা চাল সরবরাহ করেছে। ওই চাল বাধ্য হয়ে বিতরণ করেছি। পচা চাল বিতরণের কথা খাদ্য গুদাম কর্মকর্তাকে জানিয়েছি। যা বিতরণ করা হয়েছে আর কবর না। পচা চাল খাদ্য গুদামে ফিরিয়ে দেব।’
কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, ‘খাদ্যগুদাম থেকে সরবরাহ করা চাল অপেক্ষাকৃত খারাপ।’
আমতলী উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. হুমায়ুন কবির পচা চাল সরবরাহের কথা অস্বীকার করে বলেন, ‘গুদামে কোনো পচা চাল নেই। গুদাম থেকে পচা চাল সরবরাহ করা হয়নি।’ হতদরিদ্ররা পচা চাল পেল কোথায়—এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি তিনি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার আমতলী উপজেলায় ভিজিএফের পচা চাল বিতরণের অভিযোগ উঠেছে। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই পচা চাল সরবরাহের অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে উপকারভোগীরা বলছেন, এই চাল মানুষের খাওয়ার উপযোগী না। হাঁস-মুরগিকে খাওয়াতে হবে।
প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে এই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। বাধ্য হয়ে জনপ্রতিনিধিরা হতদরিদ্রদের মধ্যে এই চাল বিতরণ করছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে পচা চাল সরবরাহে জড়িত খাদ্যগুদাম কর্মকর্তা হুমায়ুন কবিরের শাস্তি দাবি করেছেন জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
তাঁরা জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩ হাজার ১০০ উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ১৩১ দশমিক ১০০ মেট্রিকটন চাল বরাদ্দ করেছেন। ওই চাল উপজেলা খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়। সরবরাহ করা চালের মধ্যে অন্তত ২০ মেট্রিকটন চাল পচা, পোকা খাওয়া ও কালো বলে জানান গুদামে কর্মরত শ্রমিকেরা।
অভিযোগ রয়েছে গত আমন মৌসুমে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. হুমায়ুন কবির ফাতেমা অটো রাইস মিল মালিক মো. দেলোয়ার হোসেনের সঙ্গে আঁতাত করে অন্তত ১০০ মেট্রিকটন পচা চাল সংগ্রহ করেছে। ওই চাল ভালো চালের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছেন খাদ্য গুদাম কর্মকর্তা। এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য গুদামে কর্মরত শ্রমিকেরা। ঈদে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালের মধ্যে অন্তত ২০ মেট্রিকটন পচা চাল খাদ্য গুদাম কর্মকর্তা জনপ্রতিনিধিদের সরবরাহ করেছেন। ওই চাল গত তিন দিন ধরে জনপ্রতিনিধিরা বিতরণ করছেন।
বৃহস্পতিবার গুলিশাখালী, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, জনপ্রতিনিধিরা চাল বিতরণ করা হয়েছে। বিতরণ করা চালের মধ্যে বেশির ভাগই পচা। চাল লাল, কালো ও ধূসর বর্ণ ধারণ করেছে। পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। চালের মধ্যে পোকা হাঁটছে।
গুলিশাখালী গ্রামের বৃদ্ধা ভারা ভানু বলেন, ‘সরহার (সরকার) মোগো চাউল দেছে হ্যা এ্যাকছের পচা। পোহে ধরা। এ্যা চাউল খাইতে পারমু না। হাঁস-মুরারে খাওয়াইতে অইবে। আষ্ট সার চাউল পাইলাম হ্যাও পচা। মোগো কপালই ভালো না।’
আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের সোনে আলী খাঁন বলেন, ‘চালে পোকায় ধরে নষ্ট করে ফেলেছে। ওই চাল হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়েছে। পাঁচ মেট্রিকটন চালের মধ্যে অন্তত ১০-১২ বস্তা চাল পচা বের হয়েছে।’
কুকুয়া ইউনিয়নের চরখালী গ্রামের হাকিম আলী বলেন, চাউল এ্যাকছের পচা। কি হরমু গরিব মানু এ্যাইয়াই খাইতে অইবে? সরহার ঈদে পচা চাল দেছে।
আমতলী সদর ইউনিয়নের ঝন্টু বলেন, ‘খাদ্যগুদাম থেকে পচা চাল দিয়েছে। ওই চাল আমরা পেয়েছি।’
আঠারোগাছিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মাহমুদ সেলিম বলেন, ‘খাদ্যগুদাম থেকে পচা চাল সরবরাহ করেছে। আমারতো কিছুই করার নেই। ওই চাল বিতরণ করা হয়েছে।’
গুলিশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, ‘সরকারি খাদ্যগুদাম থেকে চাল দিয়েছে, সে চাল পচা হলেও আমি বলতে পারি না।’
আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন হাওলাদার বলেন, ‘খাদ্যগুদাম থেকে পচা চাল সরবরাহ করেছে। ওই চাল বাধ্য হয়ে বিতরণ করেছি। পচা চাল বিতরণের কথা খাদ্য গুদাম কর্মকর্তাকে জানিয়েছি। যা বিতরণ করা হয়েছে আর কবর না। পচা চাল খাদ্য গুদামে ফিরিয়ে দেব।’
কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, ‘খাদ্যগুদাম থেকে সরবরাহ করা চাল অপেক্ষাকৃত খারাপ।’
আমতলী উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. হুমায়ুন কবির পচা চাল সরবরাহের কথা অস্বীকার করে বলেন, ‘গুদামে কোনো পচা চাল নেই। গুদাম থেকে পচা চাল সরবরাহ করা হয়নি।’ হতদরিদ্ররা পচা চাল পেল কোথায়—এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি তিনি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
১৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
২৮ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
৩১ মিনিট আগেমানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে