সুপ্রিম কোর্টের ঘটনা তদন্ত করে ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১: ৫৬
Thumbnail image

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেছেন, ‘সুপ্রিম কোর্ট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার খবরটি আমার জানা নেই। সাংবাদিকেরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক। আমরা একসঙ্গে কাজ করি। সুপ্রিম কোর্টের ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আজ বুধবার বিকেলে বরিশালে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, তাঁরা যেকোনো চ্যালেঞ্জ নিতে রাজি। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে পুলিশ বাহিনী প্রস্তুত আছে।

এর আগে আইজিপি পটুয়াখালী থেকে বিকেলে নগরীর পুলিশ অফিসার্স মেসে এসে পৌঁছান। এ সময় তাঁকে স্বাগত জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ও ডিআইজি এস এম আক্তারুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিনি মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ভবন ও রূপাতলীতে নির্মাণাধীন মেট্রোপলিটন পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত