ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর)
চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পিরোজপুর অংশে ড্রেনের নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) শেষ হওয়ার আগেই ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়া হয়েছে। সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আলী আকবর, উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমন এ বিল দিয়েছেন। ফলে এখন আরসিসি ড্রেন নির্মাণের কাজ যেনতেনভাবে করা হচ্ছে। এতে বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পিরোজপুরের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মঠবাড়িয়া অংশে ১ দশমিক ৬৬ কিলোমিটার রিজিড (রাস্তা ঢালাইকরণ) পেভমেন্ট, ২ দশমিক ৪০ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) ও বরগুনা অংশে ০ দশমিক ৬২৫ কিলোমিটার রিজিড পেভমেন্ট এবং ২০ দশমিক ৩৭ কিলোমিটার বর্ধিত ও মজবুত করণসহ কার্পেটিং কাজের (ডিবিএস বেস কোর্স কাজ) ৩৬ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নিয়ে হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড-ওয়েষ্টার কন্সট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড জেভি (জয়েন্ট ভেঞ্চার) ৩০ কোটি ৮৭ লাখ টাকায় কাজটি পায়। এ কাজের মধ্যে ১০ কোটি ৮১ লাখ টাকার ড্রেন নির্মাণকাজ রয়েছে। কিন্তু এ কাজ শেষ করার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত বছরের ২৯ জুন চূড়ান্ত বিল দেওয়া হয়েছে।
বর্তমানে যেনতেনভাবে করা হচ্ছে কাজ। কাজে ব্যবহার করা হচ্ছে মাটি মিশ্রিত পাথর। এরই মধ্যে যার ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আলী রেজা রঞ্জু নামে স্থানীয় এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে কাজে মাটি মিশ্রিত পাথর ব্যবহারের ছবি ভাইরাল করেছেন।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ উল হক বলেন, বর্ষার দিনে বাজার অংশে থাকা সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। লোকজনের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হতো। আমরা জলাবদ্ধতা দূরীকরণের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। সরকার এ সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের অর্থ বরাদ্দ দিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চূড়ান্ত বিল দেওয়া হয়েছে। বর্তমানে ড্রেন নির্মাণকাজ চলছে পিঁপড়ার গতিতে। মানও খারাপ হচ্ছে।
সহসভাপতি দাবি করে বলেন, অনৈতিক সুবিধা ছাড়া প্রকৌশলীরা এ বিল দেননি।
মঠবাড়িয়ার সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু বলেন, ড্রেন নির্মাণে কাদামাটি মিশ্রিত পাথর ব্যবহার করার সময়ের ছবি আমি ফেসবুকে ভাইরাল করেছি। মঠবাড়িয়া বাজার অংশে ড্রেন না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তি হতো। এ জন্য স্থানীয় সংসদ সদস্য অনেক কষ্ট করে এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ আনেন। সেখানে যদি এই অবস্থা হয় তাহলে এটি খুবই দুঃখজনক।
কাজ শেষের আগেই বিল দেওয়ার বিষয়ে প্রকৌশলী আলী আকবরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিল দেওয়া হয়নি। পরে ২০২১ সালের ২৯ জুন চূড়ান্ত বিল দিয়েছেন বলে প্রমাণ আছে জানালে তিনি আর কোনো কথা বলেননি।
এ বিষয়ে জানতে পিরোজপুর সড়ক বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমনের মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি।
সড়ক বিভাগের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদুর রহমান জানান, অল্প কয়েক দিন হল বরিশালে যোগদান করেছেন তিনি। বিষয়টি নিয়ে পিরোজপুর জেলা অফিসে যোগাযোগ করার কথা বলে কৌশলে এড়িয়ে যান প্রকৌশলী।
চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পিরোজপুর অংশে ড্রেনের নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) শেষ হওয়ার আগেই ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়া হয়েছে। সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আলী আকবর, উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমন এ বিল দিয়েছেন। ফলে এখন আরসিসি ড্রেন নির্মাণের কাজ যেনতেনভাবে করা হচ্ছে। এতে বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পিরোজপুরের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মঠবাড়িয়া অংশে ১ দশমিক ৬৬ কিলোমিটার রিজিড (রাস্তা ঢালাইকরণ) পেভমেন্ট, ২ দশমিক ৪০ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) ও বরগুনা অংশে ০ দশমিক ৬২৫ কিলোমিটার রিজিড পেভমেন্ট এবং ২০ দশমিক ৩৭ কিলোমিটার বর্ধিত ও মজবুত করণসহ কার্পেটিং কাজের (ডিবিএস বেস কোর্স কাজ) ৩৬ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নিয়ে হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড-ওয়েষ্টার কন্সট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড জেভি (জয়েন্ট ভেঞ্চার) ৩০ কোটি ৮৭ লাখ টাকায় কাজটি পায়। এ কাজের মধ্যে ১০ কোটি ৮১ লাখ টাকার ড্রেন নির্মাণকাজ রয়েছে। কিন্তু এ কাজ শেষ করার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত বছরের ২৯ জুন চূড়ান্ত বিল দেওয়া হয়েছে।
বর্তমানে যেনতেনভাবে করা হচ্ছে কাজ। কাজে ব্যবহার করা হচ্ছে মাটি মিশ্রিত পাথর। এরই মধ্যে যার ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আলী রেজা রঞ্জু নামে স্থানীয় এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে কাজে মাটি মিশ্রিত পাথর ব্যবহারের ছবি ভাইরাল করেছেন।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ উল হক বলেন, বর্ষার দিনে বাজার অংশে থাকা সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। লোকজনের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হতো। আমরা জলাবদ্ধতা দূরীকরণের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। সরকার এ সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের অর্থ বরাদ্দ দিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চূড়ান্ত বিল দেওয়া হয়েছে। বর্তমানে ড্রেন নির্মাণকাজ চলছে পিঁপড়ার গতিতে। মানও খারাপ হচ্ছে।
সহসভাপতি দাবি করে বলেন, অনৈতিক সুবিধা ছাড়া প্রকৌশলীরা এ বিল দেননি।
মঠবাড়িয়ার সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু বলেন, ড্রেন নির্মাণে কাদামাটি মিশ্রিত পাথর ব্যবহার করার সময়ের ছবি আমি ফেসবুকে ভাইরাল করেছি। মঠবাড়িয়া বাজার অংশে ড্রেন না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তি হতো। এ জন্য স্থানীয় সংসদ সদস্য অনেক কষ্ট করে এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ আনেন। সেখানে যদি এই অবস্থা হয় তাহলে এটি খুবই দুঃখজনক।
কাজ শেষের আগেই বিল দেওয়ার বিষয়ে প্রকৌশলী আলী আকবরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিল দেওয়া হয়নি। পরে ২০২১ সালের ২৯ জুন চূড়ান্ত বিল দিয়েছেন বলে প্রমাণ আছে জানালে তিনি আর কোনো কথা বলেননি।
এ বিষয়ে জানতে পিরোজপুর সড়ক বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমনের মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি।
সড়ক বিভাগের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদুর রহমান জানান, অল্প কয়েক দিন হল বরিশালে যোগদান করেছেন তিনি। বিষয়টি নিয়ে পিরোজপুর জেলা অফিসে যোগাযোগ করার কথা বলে কৌশলে এড়িয়ে যান প্রকৌশলী।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে