ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মাঝনদীতে লঞ্চে আগুনের ঘটনায় এবার সামনে এল ছয় মাসের শিশুকে বাঁচানোর ঘটনা। লঞ্চে অগ্নিকাণ্ডের দিন নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুসন্তানকে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছেন শিরিন আক্তার নামের এক স্থানীয় নারী। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার দৃষ্টান্তমূলক কাজের জন্য বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছেন এই নারী।
গত ২৪ ডিসেম্বর অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় যাত্রী মুন্নী আক্তার তাঁর ছয় মাসের শিশু ইয়ামিনকে বাঁচাতে নদীর তীরে চরের দিকে ছুড়ে ফেলেন। পরে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এ সময় দুর্ঘটনাস্থল দিয়াকূল এলাকার বাসিন্দা শিরিন বেগম নদীর চরে পানির মধ্যে শিশুটিকে কাঁদতে দেখে কোলে তুলে নেন। বাড়িতে নিয়ে সন্তানদের পোশাক পরিয়ে নিজের বুকের দুধ খাইয়ে মাতৃস্নেহ ও সেবা দিয়ে শিশুটিকে সুস্থ করে তোলেন। পরে সকালে শিশুটিকে তাঁর মায়ের কাছে হাসপাতালে পৌঁছে দেন।
শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক ভালোবাসা দিয়ে আমার নিজের সন্তানের মতো শিশুটিকে বুকের দুধ খাওয়াইয়া সুস্থ করছি।’
শুধু তাই নয়, শিরিন বিপদগ্রস্ত যাত্রীদের নদীর তীর থেকে বাড়ি নিয়ে সেবা দিয়ে হাসপাতালে পাঠাতেও সহযোগিতা করেছেন। শিরিন আক্তার বলেন, ‘আমরা নদী থেকে যাদের পারছি উদ্ধার করে আনছি।’
শিরীনের এমন কাজে কৃতজ্ঞতা জানায় শিশু ইয়ামিনের পরিবার। শিশুটির বাবা বলেন, ‘স্থানীয় লোক ওরে (ইয়ামিন) পেয়ে বাড়িতে নিছে। কাপড় পরাইছে, বুকের দুধ খাওয়াইছে, তারপর পুলিশের মাধ্যমে আমার ছোট বাবুকে পাওয়া গেছে।’
কেবল শিরিন একাই নন, ওই রাতে দিয়াকূল, চর বাটারকান্দা গ্রামের প্রতিটি বাড়ি এবং ঝালকাঠি শহরের অসংখ্য মানুষ উদ্ধারকাজে অংশ নেন।
ঝালকাঠিতে মাঝনদীতে লঞ্চে আগুনের ঘটনায় এবার সামনে এল ছয় মাসের শিশুকে বাঁচানোর ঘটনা। লঞ্চে অগ্নিকাণ্ডের দিন নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুসন্তানকে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছেন শিরিন আক্তার নামের এক স্থানীয় নারী। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার দৃষ্টান্তমূলক কাজের জন্য বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছেন এই নারী।
গত ২৪ ডিসেম্বর অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় যাত্রী মুন্নী আক্তার তাঁর ছয় মাসের শিশু ইয়ামিনকে বাঁচাতে নদীর তীরে চরের দিকে ছুড়ে ফেলেন। পরে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এ সময় দুর্ঘটনাস্থল দিয়াকূল এলাকার বাসিন্দা শিরিন বেগম নদীর চরে পানির মধ্যে শিশুটিকে কাঁদতে দেখে কোলে তুলে নেন। বাড়িতে নিয়ে সন্তানদের পোশাক পরিয়ে নিজের বুকের দুধ খাইয়ে মাতৃস্নেহ ও সেবা দিয়ে শিশুটিকে সুস্থ করে তোলেন। পরে সকালে শিশুটিকে তাঁর মায়ের কাছে হাসপাতালে পৌঁছে দেন।
শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক ভালোবাসা দিয়ে আমার নিজের সন্তানের মতো শিশুটিকে বুকের দুধ খাওয়াইয়া সুস্থ করছি।’
শুধু তাই নয়, শিরিন বিপদগ্রস্ত যাত্রীদের নদীর তীর থেকে বাড়ি নিয়ে সেবা দিয়ে হাসপাতালে পাঠাতেও সহযোগিতা করেছেন। শিরিন আক্তার বলেন, ‘আমরা নদী থেকে যাদের পারছি উদ্ধার করে আনছি।’
শিরীনের এমন কাজে কৃতজ্ঞতা জানায় শিশু ইয়ামিনের পরিবার। শিশুটির বাবা বলেন, ‘স্থানীয় লোক ওরে (ইয়ামিন) পেয়ে বাড়িতে নিছে। কাপড় পরাইছে, বুকের দুধ খাওয়াইছে, তারপর পুলিশের মাধ্যমে আমার ছোট বাবুকে পাওয়া গেছে।’
কেবল শিরিন একাই নন, ওই রাতে দিয়াকূল, চর বাটারকান্দা গ্রামের প্রতিটি বাড়ি এবং ঝালকাঠি শহরের অসংখ্য মানুষ উদ্ধারকাজে অংশ নেন।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২৯ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৩৩ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
৩৭ মিনিট আগে