জাল ভোট পড়লে ভোটকেন্দ্র বন্ধ: ইসি আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১৮: ৫৮
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯: ৫৫

উপজেলা নির্বাচনে একটা জাল ভোট পড়লে সংশ্লিষ্ট ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট গ্রহণ কর্মকর্তাদের কেন্দ্র ছেড়ে চলে আসার জন্য বলেছেন। 

বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আজ শনিবার অনুষ্ঠিত সভায় এসব নির্দেশনা দেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আগে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রথম ধাপে আগামী ৮ মে এ দুই উপজেলায় ভোট গ্রহণ হবে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কেন্দ্রে স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটলে প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করবেন। এর চেয়েও যদি শক্তিশালী ঘটনা ঘটে, যেমন কেন্দ্র দখল হয়ে গেছে, তাহলে কেন্দ্র বন্ধ করে চলে যান। কিন্তু কোনো প্রকার সহিংসতাকে গ্রহণ করা যাবে না। পরিষ্কারভাবে এ নির্দেশনা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত