তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে পালানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ডিমলা (প্রতিনিধি) নীলফামারী
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৪: ৪৬
Thumbnail image
ডিমলা থানা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।

এর আগে গতকাল সোমবার মধ্য রাতে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম (২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।

ভুক্তভোগী যুবকের পরিবার জানায়, আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন হাকিম। সম্প্রতি প্রতিবেশী এক মেয়েকে তৃতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটান।

হাকিমের মামা আজম বলেন, তৃতীয় বিয়ের পর থেকে হাকিম ও আসমার মধ্যে কলহ চলছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের বিশেষাঙ্গ কেটে ফেলেন আসমা। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে তাঁকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। প্রচুর রক্তক্ষরণের কারণে হাকিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আসমা বাড়ি থেকে পালিয়েছেন।

খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।

ডিমলা থানার তদন্ত (পরিদর্শক) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত