ডিমলা (প্রতিনিধি) নীলফামারী
নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
এর আগে গতকাল সোমবার মধ্য রাতে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম (২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।
ভুক্তভোগী যুবকের পরিবার জানায়, আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন হাকিম। সম্প্রতি প্রতিবেশী এক মেয়েকে তৃতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটান।
হাকিমের মামা আজম বলেন, তৃতীয় বিয়ের পর থেকে হাকিম ও আসমার মধ্যে কলহ চলছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের বিশেষাঙ্গ কেটে ফেলেন আসমা। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে তাঁকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। প্রচুর রক্তক্ষরণের কারণে হাকিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আসমা বাড়ি থেকে পালিয়েছেন।
খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।
ডিমলা থানার তদন্ত (পরিদর্শক) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
এর আগে গতকাল সোমবার মধ্য রাতে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম (২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।
ভুক্তভোগী যুবকের পরিবার জানায়, আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন হাকিম। সম্প্রতি প্রতিবেশী এক মেয়েকে তৃতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটান।
হাকিমের মামা আজম বলেন, তৃতীয় বিয়ের পর থেকে হাকিম ও আসমার মধ্যে কলহ চলছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের বিশেষাঙ্গ কেটে ফেলেন আসমা। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে তাঁকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। প্রচুর রক্তক্ষরণের কারণে হাকিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আসমা বাড়ি থেকে পালিয়েছেন।
খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।
ডিমলা থানার তদন্ত (পরিদর্শক) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার
৫ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ও চিত্রকোট এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এই পার্ক পরিদর্শন করেন তিনি।
১৯ মিনিট আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৫ মিনিট আগেবঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষের দিকে রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
৩২ মিনিট আগে