ডিমলা (প্রতিনিধি) নীলফামারী
নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
এর আগে গতকাল সোমবার মধ্য রাতে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম (২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।
ভুক্তভোগী যুবকের পরিবার জানায়, আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন হাকিম। সম্প্রতি প্রতিবেশী এক মেয়েকে তৃতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটান।
হাকিমের মামা আজম বলেন, তৃতীয় বিয়ের পর থেকে হাকিম ও আসমার মধ্যে কলহ চলছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের বিশেষাঙ্গ কেটে ফেলেন আসমা। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে তাঁকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। প্রচুর রক্তক্ষরণের কারণে হাকিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আসমা বাড়ি থেকে পালিয়েছেন।
খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।
ডিমলা থানার তদন্ত (পরিদর্শক) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
এর আগে গতকাল সোমবার মধ্য রাতে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম (২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।
ভুক্তভোগী যুবকের পরিবার জানায়, আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন হাকিম। সম্প্রতি প্রতিবেশী এক মেয়েকে তৃতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটান।
হাকিমের মামা আজম বলেন, তৃতীয় বিয়ের পর থেকে হাকিম ও আসমার মধ্যে কলহ চলছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের বিশেষাঙ্গ কেটে ফেলেন আসমা। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে তাঁকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। প্রচুর রক্তক্ষরণের কারণে হাকিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আসমা বাড়ি থেকে পালিয়েছেন।
খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।
ডিমলা থানার তদন্ত (পরিদর্শক) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরের বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।
১ ঘণ্টা আগেমেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চে রাষ্ট্রপক্ষ থেকে পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে এ শুনানি শুরু হয়।
১ ঘণ্টা আগে