Ajker Patrika

আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শিশুরা হল, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের মিজানুর রহমানের ১৫ মাস বয়সী ছেলে জিহাদ হোসেন ও উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের নারায়ণ হালদারের ছেলে নীলয় হালদার (৮)। 

জানা যায়, আজ সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জিহাদ। পরে বাড়ির লোকজন পুকুর থেকে জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, শিশু নীলয় হালদারও খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন নীলয়কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুর থেকে নীলয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই দুটি শিশুই মারা যায়। 

আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম দুটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত