বরিশাল প্রতিনিধি
বরিশাল মহানগরে জাতীয় পার্টির ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। সেই সঙ্গে ওয়ার্ডের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করারও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হঠাৎ একযোগে সকল ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে।
আজ শুক্রবার কমিটি বিলুপ্তি ঘোষণার বিষয়টি মহানগর কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল শনিবার বিকেলে নগরের ২৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠিত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।
এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের একাধিক নেতা বলেন, ‘এভাবে হঠাৎ করে কমিটি বিলুপ্ত করায় সাংগঠনিক অবস্থার বিপর্যয় ঘটতে পারে। নতুন করে কীভাবে ওয়ার্ড কমিটি গঠন করা হবে তার কোনো দিক নির্দেশনাও দেয়নি নগর জাপার নতুন নেতৃত্ব।’
এ বিষয়ে বরিশাল নগর জাপার সদস্যসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, ‘আহ্বায়ক, সদস্যসচিব ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। পূর্বের কমিটির কোনো কার্যক্রম নেই। সব ওয়ার্ডে কমিটিও নেই।’
বরিশাল মহানগরে জাতীয় পার্টির ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। সেই সঙ্গে ওয়ার্ডের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করারও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হঠাৎ একযোগে সকল ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে।
আজ শুক্রবার কমিটি বিলুপ্তি ঘোষণার বিষয়টি মহানগর কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল শনিবার বিকেলে নগরের ২৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠিত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।
এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের একাধিক নেতা বলেন, ‘এভাবে হঠাৎ করে কমিটি বিলুপ্ত করায় সাংগঠনিক অবস্থার বিপর্যয় ঘটতে পারে। নতুন করে কীভাবে ওয়ার্ড কমিটি গঠন করা হবে তার কোনো দিক নির্দেশনাও দেয়নি নগর জাপার নতুন নেতৃত্ব।’
এ বিষয়ে বরিশাল নগর জাপার সদস্যসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, ‘আহ্বায়ক, সদস্যসচিব ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। পূর্বের কমিটির কোনো কার্যক্রম নেই। সব ওয়ার্ডে কমিটিও নেই।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৭ জন শিক্ষক ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২৩ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
৩ মিনিট আগেচট্টগ্রামে গা ঢাকা দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। এখন মাঠে আছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সহকর্মীরা। চট্টগ্রাম আদালত চত্বর, নিউ মার্কেট চত্বর, টাইগার পাস মোড় ও দামপাড়া ওয়াসার জমিয়তুল ফালাহ মাঠে বিক্ষোভ করেছেন তাঁরা।
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার রেজাউল করিম মালার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতিসহ নতুন কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ সময় সমিতির পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
৩৩ মিনিট আগে