আমতলী (বরগুনা) প্রতিনিধি
নির্মাণের দুই দিনের মাথায় সড়ক দেবে গেছে। ঠিকাদারের কাজের অনিয়মের প্রতিবাদে আজ বুধবার সড়কে ধানের চারা রোপণ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী ও মহিষকাটা সড়কে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আমতলী উপজেলা প্রকৌশলী অধিদপ্তর গুলিশাখালী ইউনিয়নের ডাক্তারবাড়ি স্ট্যান্ড থেকে গোজখালী অফিস বাজার পর্যন্ত ২.৮ কিলোমিটার ও মহিষকাটা থেকে গোজখালী বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করে। ২ কোটি ৩২ লাখ টাকায় ৫.৮ কিলোমিটার সড়কের কাজ পান হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। দরপত্রে এ বছর ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা। ঠিকাদার শহীদুল ইসলাম ডাক্তারবাড়ি থেকে গোজখালী অফিস পর্যন্ত ২.৮ কিলোমিটারের কাজ গত শুক্রবার শেষ করেন। কাজের মান অত্যন্ত নিম্নমানের ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।
কাজের দুই দিনের মাথায় সোমবার সড়কের বিভিন্ন স্থান থেকে ইটের খোয়া ও বিটুমিন উঠে সড়কের ইট বের হয়ে দেবে গেছে। নির্মাণকাজের শুরুতেই ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার কাজের অনিয়মের প্রতিবাদ করেন এলাকাবাসী। কিন্তু ঠিকাদার এলাকাবাসীকে মামলা ও হামলার ভয়ভীতি দেখান। পরে তারা আর প্রতিবাদ করতে সাহস পাননি। স্থানীয়দের অভিযোগ, কাজের নিম্নমানের বিষয়টি উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনকে বেশ কয়েকবার জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
আজ বুধবার এলাকাবাসী ওই সড়কের দেবে যাওয়া স্থান খেকুয়ানী গাজী বাড়ির সামনে ধানগাছের চারা রোপণ করে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর অনিয়মের প্রতিবাদ করেন। অন্যদিকে মহিষকাটা থেকে গোজখালী বাজার পর্যন্ত ৩ কিলোমিটারের কাজ একই ঠিকাদার গত ১৫ জুন শেষ করেছেন। কিন্তু সড়ক নির্মাণের ১০ দিনের মাথায় ওই সড়কের বিভিন্ন স্থান দিয়ে বিটুমিন উঠে খোয়া বের হয়ে দেবে গেছে।
আজ সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুটি সড়কের বিভিন্ন স্থানের সড়ক দেবে গেছে। বিটুমিন সরে ইটের খোয়া বের হয়ে গেছে। সড়কে এলাকাবাসী ধানের চারা রোপণ করেছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি বাইনবুনিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল বলেন, ‘কাজের শুরুতেই ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা নিম্নমানের ইট, খোয়া, পাথর ও বিটুমিন দিয়ে কাজ করছিলেন। আমি তার অনিয়মের প্রতিবাদ করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করবেন বলে হুমকি দেন। আমি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মানুম ও বরগুনা নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সড়ক নির্মাণের দুই দিনের মাথায় দেবে গেছে।
উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন বলেন, ‘ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা ও প্রকৌশলীর সড়ক নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদে ধানগাছের চারা রোপণ করেছি।’
গুলিশাখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাইজুর ইসলাম নয়ন, সদস্য সাইদ ও আল আমিন খলিফা বলেন, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার যোগসাজশে দায়সারা কাজ করে সড়কের টাকা আত্মসাৎ করেছেন। দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
গুলিশালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইনজীবী এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, ‘ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়কে কাজ করেছেন। ফলে কাজ শেষের অল্প দিনের মধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। সড়কের নিম্নমানের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানাতে বেশ কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তিনি আমার ফোন ধরেনি।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘কাজের শুরুতে ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করতে এলাকায় মাইকিং করেছি, কিন্তু ঠিকাদার কোনো কথাই আমলে নেননি। উল্টো যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদের চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়েছেন।’
আমতলী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনকে এ বিষয়ে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। আর ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘সড়ক নির্মাণের সামগ্রী আনা হয়েছে। দ্রুত সড়কের কাজ পুনরায় করব।’
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। সড়কের কাজ যথেষ্ট নিম্নমানের হয়েছে। বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছি। দ্রুত তারা সড়ক দুটো পুনরায় সংস্কার করে দেবেন।’
বরগুনা নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, ‘ওই সড়ক দুটির বিল দেওয়া হয়নি। বৃষ্টি কমলেই ঠিকাদার পুনরায় ওই কাজ করে দেবেন। ভালোভাবে কাজ শেষ করলেই বিল দেওয়া হবে।’
নির্মাণের দুই দিনের মাথায় সড়ক দেবে গেছে। ঠিকাদারের কাজের অনিয়মের প্রতিবাদে আজ বুধবার সড়কে ধানের চারা রোপণ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী ও মহিষকাটা সড়কে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আমতলী উপজেলা প্রকৌশলী অধিদপ্তর গুলিশাখালী ইউনিয়নের ডাক্তারবাড়ি স্ট্যান্ড থেকে গোজখালী অফিস বাজার পর্যন্ত ২.৮ কিলোমিটার ও মহিষকাটা থেকে গোজখালী বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করে। ২ কোটি ৩২ লাখ টাকায় ৫.৮ কিলোমিটার সড়কের কাজ পান হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। দরপত্রে এ বছর ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা। ঠিকাদার শহীদুল ইসলাম ডাক্তারবাড়ি থেকে গোজখালী অফিস পর্যন্ত ২.৮ কিলোমিটারের কাজ গত শুক্রবার শেষ করেন। কাজের মান অত্যন্ত নিম্নমানের ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।
কাজের দুই দিনের মাথায় সোমবার সড়কের বিভিন্ন স্থান থেকে ইটের খোয়া ও বিটুমিন উঠে সড়কের ইট বের হয়ে দেবে গেছে। নির্মাণকাজের শুরুতেই ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার কাজের অনিয়মের প্রতিবাদ করেন এলাকাবাসী। কিন্তু ঠিকাদার এলাকাবাসীকে মামলা ও হামলার ভয়ভীতি দেখান। পরে তারা আর প্রতিবাদ করতে সাহস পাননি। স্থানীয়দের অভিযোগ, কাজের নিম্নমানের বিষয়টি উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনকে বেশ কয়েকবার জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
আজ বুধবার এলাকাবাসী ওই সড়কের দেবে যাওয়া স্থান খেকুয়ানী গাজী বাড়ির সামনে ধানগাছের চারা রোপণ করে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর অনিয়মের প্রতিবাদ করেন। অন্যদিকে মহিষকাটা থেকে গোজখালী বাজার পর্যন্ত ৩ কিলোমিটারের কাজ একই ঠিকাদার গত ১৫ জুন শেষ করেছেন। কিন্তু সড়ক নির্মাণের ১০ দিনের মাথায় ওই সড়কের বিভিন্ন স্থান দিয়ে বিটুমিন উঠে খোয়া বের হয়ে দেবে গেছে।
আজ সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুটি সড়কের বিভিন্ন স্থানের সড়ক দেবে গেছে। বিটুমিন সরে ইটের খোয়া বের হয়ে গেছে। সড়কে এলাকাবাসী ধানের চারা রোপণ করেছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি বাইনবুনিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল বলেন, ‘কাজের শুরুতেই ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা নিম্নমানের ইট, খোয়া, পাথর ও বিটুমিন দিয়ে কাজ করছিলেন। আমি তার অনিয়মের প্রতিবাদ করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করবেন বলে হুমকি দেন। আমি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মানুম ও বরগুনা নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সড়ক নির্মাণের দুই দিনের মাথায় দেবে গেছে।
উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন বলেন, ‘ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা ও প্রকৌশলীর সড়ক নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদে ধানগাছের চারা রোপণ করেছি।’
গুলিশাখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাইজুর ইসলাম নয়ন, সদস্য সাইদ ও আল আমিন খলিফা বলেন, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার যোগসাজশে দায়সারা কাজ করে সড়কের টাকা আত্মসাৎ করেছেন। দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
গুলিশালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইনজীবী এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, ‘ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়কে কাজ করেছেন। ফলে কাজ শেষের অল্প দিনের মধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। সড়কের নিম্নমানের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানাতে বেশ কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তিনি আমার ফোন ধরেনি।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘কাজের শুরুতে ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করতে এলাকায় মাইকিং করেছি, কিন্তু ঠিকাদার কোনো কথাই আমলে নেননি। উল্টো যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদের চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়েছেন।’
আমতলী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনকে এ বিষয়ে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। আর ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘সড়ক নির্মাণের সামগ্রী আনা হয়েছে। দ্রুত সড়কের কাজ পুনরায় করব।’
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। সড়কের কাজ যথেষ্ট নিম্নমানের হয়েছে। বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছি। দ্রুত তারা সড়ক দুটো পুনরায় সংস্কার করে দেবেন।’
বরগুনা নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, ‘ওই সড়ক দুটির বিল দেওয়া হয়নি। বৃষ্টি কমলেই ঠিকাদার পুনরায় ওই কাজ করে দেবেন। ভালোভাবে কাজ শেষ করলেই বিল দেওয়া হবে।’
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
২০ মিনিট আগে