যাত্রাবাড়ীতে দুই কলেজের শিক্ষার্থীদের মোল্লা কলেজে হামলা, সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৫: ৪৪
Thumbnail image
যাত্রাবাড়ীতে মোল্লা কলেজে দুই কলেজের শিক্ষার্থীদের হামলা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শতাধিক শিক্ষার্থী মোল্লা কলেজে হামলা চালায়। হামলাকারীরা কলেজের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং কিছু সরঞ্জাম নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রোববার ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনার প্রতিশোধ নিতে আজ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পাল্টা হামলা চালায়।

বেলা ১টা পর্যন্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। শুরুতে হামলাকারীরা কোনো বাধার মুখে না পড়লেও, পরে এলাকাবাসী ও মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বিজয় আহমেদ বলেন, গতকাল আমাদের কলেজে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তাই আমরা প্রতিশোধ নিতে এসেছি। মোল্লা কলেজে যা পেয়েছি, তা নিয়ে এসেছি।

অন্যদিকে আন্দোলনরত সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন সময়মতো ব্যবস্থা নেয়নি বলেই তারা আজকের কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

ওয়ারী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মফিজুল ইসলাম বলেন, মোল্লা কলেজের সামনে পরিস্থিতি উত্তপ্ত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

যাত্রাবাড়ীতে মোল্লা কলেজে দুই কলেজের শিক্ষার্থীদের হামলা। ছবি: আজকের পত্রিকা
যাত্রাবাড়ীতে মোল্লা কলেজে দুই কলেজের শিক্ষার্থীদের হামলা। ছবি: আজকের পত্রিকা

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমান শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, গতকালের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘটনাটি তদন্ত করবে।

এই সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তেজনার নতুন অধ্যায় সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের উসকানিমূলক কর্মকাণ্ড ও প্রশাসনের নির্লিপ্ততা পরিস্থিতি আরও জটিল করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত