বাজছিল বিয়ের সানাই, বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্য বরের মৃত্যু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১৬: ২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৬: ৩৪

বাজছিল বিয়ের সানাই। চলছিল বাড়িতে আলোকসজ্জার কাজ। হঠাৎ সমস্যা দেখা দেওয়ায় লাইটিংয়ের বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বপন দে (৩২) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে। 

বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্যের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিখিল চন্দ্র। তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বিদ্যুতায়িত স্বপনের মৃত্যু হয়েছে। তাঁর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

স্বপন গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত দিপক চন্দ্র দের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ও স্বপনের স্বজনেরা জানান, স্বপনের বিয়ে ঠিক হয় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের এক ব্যক্তির মেয়ের সঙ্গে। দুই পরিবারের সিদ্ধান্তে সামাজিকভাবে বিয়ের দিন ধার্য ছিল গতকাল শুক্রবার রাতে। বর স্বপনকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন অতিথি গতকাল বিকেলে বরের বাড়িতে আসেন। কনের বাড়ির লোকজনকেও আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাসে ৮০ জন বরযাত্রী যাওয়ার প্রস্তুতি চলছিল। 

গতকাল সন্ধ্যা ৬টার দিকে বরের বাড়িতে আলোকসজ্জার কাজ চলছিল। এ সময় লাইটিংয়ের বাল্বে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে তা ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে স্বপন আহত হন। স্বজনেরা স্বপনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আফজাল হোসেন। 

কনের দাদা জানান, হবু বরের মৃত্যুর সংবাদ শুনে কনের বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। এ সময় হবু জামাইয়ের মরদেহ দেখে শোক সইতে না পেরে কনের বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। 

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন আলো জানান, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া সেনাসদস্য স্বপনের লাশ হাসপাতাল থেকে রাতেই থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত