পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে মাওলানা তৈয়বুর রহমান নুহু হাওলাদার (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার এলাকায় তাঁর নিজ বাড়ির পেছনের অপর একটি তিনতলা ভবনের সানশেড থেকে পড়ে যান নুহু হাওলাদার।
মাওলানা নুহু হাওলাদার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা আতাহার হাওলাদারের বড় ছেলে। তিনি পাথরঘাটা বাজারের পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠান কানঞ্জুল আমানের স্বত্বাধিকারী।
নিহতের প্রতিবেশী আল আমিন জাবু বলেন, আজ সকালে রেইনট্রি গাছ কাটার জন্য একজন দিনমজুর নিয়ে বের হন মাওলানা নুহু। এ সময় দিনমজুর লোকটি রেইনট্রি গাছের ডাল কাটলে সেটি পাশের মেহগনি গাছের সঙ্গে আটকে যায়। পরে মেহগনি গাছের পাশে সিদ্দিক ডাক্তারের তিনতলা ভবনের সানশেড থেকে রেইনট্রি গাছের ডালটি ছাড়াতে গেলে নিচে পড়ে যান মাওলানা নুহু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
মাওলানা নুহুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনসহ উপজেলা বণিক সমিতির নেতারা।
বরগুনার পাথরঘাটায় গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে মাওলানা তৈয়বুর রহমান নুহু হাওলাদার (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার এলাকায় তাঁর নিজ বাড়ির পেছনের অপর একটি তিনতলা ভবনের সানশেড থেকে পড়ে যান নুহু হাওলাদার।
মাওলানা নুহু হাওলাদার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা আতাহার হাওলাদারের বড় ছেলে। তিনি পাথরঘাটা বাজারের পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠান কানঞ্জুল আমানের স্বত্বাধিকারী।
নিহতের প্রতিবেশী আল আমিন জাবু বলেন, আজ সকালে রেইনট্রি গাছ কাটার জন্য একজন দিনমজুর নিয়ে বের হন মাওলানা নুহু। এ সময় দিনমজুর লোকটি রেইনট্রি গাছের ডাল কাটলে সেটি পাশের মেহগনি গাছের সঙ্গে আটকে যায়। পরে মেহগনি গাছের পাশে সিদ্দিক ডাক্তারের তিনতলা ভবনের সানশেড থেকে রেইনট্রি গাছের ডালটি ছাড়াতে গেলে নিচে পড়ে যান মাওলানা নুহু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
মাওলানা নুহুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনসহ উপজেলা বণিক সমিতির নেতারা।
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর আকার বৃদ্ধি এবং সংস্কারকাজ চলছে ধীর গতিতে। এদিকে নদী পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী তিনটি ইউনিয়নের মানুষ। বিকল্প হিসেবে কাঠের মই ব্যবহার করে সেতুতে উঠে হেঁটে পার হচ্ছেন স্থানীয়রা।
৫ মিনিট আগেচট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা
৯ মিনিট আগেভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে এসে নীলফামারীতে গ্রেপ্তার হলেন চার রোহিঙ্গা যুবক। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
২৩ মিনিট আগেমাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পাড়ায় নবগঙ্গা নদীর ওপরে নির্মিত ২ কোটি টাকার আরসিসি গার্ডার সেতুটি কাজে আসছে না। সেতুর সংযোগ সড়ক না থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। সেতু নির্মাণের স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের স্থান নির্বাচন সঠিক স্থানেও হয়নি। কবে সেতুর এই সম
২৪ মিনিট আগে