আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার ঘোষণায় খুশি আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির একজন প্রার্থী গণসংযোগ শুরু করেছেন।
তফসিল অনুসারে আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা ভোর থেকে শুরু করে রাতভর গণসংযোগ করছেন। দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছেন।
পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গাজী সামসুল হক এবং বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদার। মাঠে আছেন আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন মৃধাও।
মতিয়ার রহমান ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার মেয়র হন তিনি। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান বলেন, স্বজনপ্রীতি, দলীয়করণ, কিশোর গ্যাং লালন-পালন এবং নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন বর্তমান মেয়র। সাধারণ ভোটাররাও ক্ষুব্ধ।
তবে এর সঙ্গে একমত নন মতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। সামনে নির্বাচন বিধায় একটি মহল গভীর ষড়যন্ত্র করছে।’
সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে বশির গাজী হত্যা মামলা নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে। যদিও ওই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তিনি বলেন, ‘ভোটারদের সমর্থন পেতে রাতভর গণসংযোগ করছি।’
২০১০ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েও বর্তমান মেয়র মতিয়ার রহমানের কাছে হেরে যান গাজী সামসুল হক। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেব। ভোটারদের সমর্থন পেতে কাজ করছি।’
নির্বাচনী লড়াইয়ে নামা যুবলীগ নেতা এলমান আহম্মেদ সুহাদ তালুকদার একেবারেই নবীন। তবে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন তালুকদারের পরিচিতি রয়েছে এলাকায়। বাবার ইমেজ কাজে লাগিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।
মাঠে বিএনপির একজন
বিএনপির নেতা তুহিন মৃধার বাবা প্রয়াত আব্দুস ছাত্তার মৃধা আমতলী পৌরসভার প্রথম মেয়র ছিলেন। এই সূত্রে ২০১০ সালের মেয়র পদে নির্বাচন করেন তিনি। তবে হেরে যান। বাবার ইমেজ এবং দলের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এ জন্য গণসংযোগে বেকায়দায় রয়েছেন। তুহিন মৃধা বলেন, ‘রাজনৈতিক মামলা নিয়ে গোপনে গণসংযোগ করছি। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছুই করব না।’
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার ঘোষণায় খুশি আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির একজন প্রার্থী গণসংযোগ শুরু করেছেন।
তফসিল অনুসারে আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা ভোর থেকে শুরু করে রাতভর গণসংযোগ করছেন। দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছেন।
পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গাজী সামসুল হক এবং বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদার। মাঠে আছেন আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন মৃধাও।
মতিয়ার রহমান ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার মেয়র হন তিনি। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান বলেন, স্বজনপ্রীতি, দলীয়করণ, কিশোর গ্যাং লালন-পালন এবং নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন বর্তমান মেয়র। সাধারণ ভোটাররাও ক্ষুব্ধ।
তবে এর সঙ্গে একমত নন মতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। সামনে নির্বাচন বিধায় একটি মহল গভীর ষড়যন্ত্র করছে।’
সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে বশির গাজী হত্যা মামলা নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে। যদিও ওই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তিনি বলেন, ‘ভোটারদের সমর্থন পেতে রাতভর গণসংযোগ করছি।’
২০১০ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েও বর্তমান মেয়র মতিয়ার রহমানের কাছে হেরে যান গাজী সামসুল হক। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেব। ভোটারদের সমর্থন পেতে কাজ করছি।’
নির্বাচনী লড়াইয়ে নামা যুবলীগ নেতা এলমান আহম্মেদ সুহাদ তালুকদার একেবারেই নবীন। তবে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন তালুকদারের পরিচিতি রয়েছে এলাকায়। বাবার ইমেজ কাজে লাগিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।
মাঠে বিএনপির একজন
বিএনপির নেতা তুহিন মৃধার বাবা প্রয়াত আব্দুস ছাত্তার মৃধা আমতলী পৌরসভার প্রথম মেয়র ছিলেন। এই সূত্রে ২০১০ সালের মেয়র পদে নির্বাচন করেন তিনি। তবে হেরে যান। বাবার ইমেজ এবং দলের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এ জন্য গণসংযোগে বেকায়দায় রয়েছেন। তুহিন মৃধা বলেন, ‘রাজনৈতিক মামলা নিয়ে গোপনে গণসংযোগ করছি। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছুই করব না।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৭ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে